দর্শক এই মূহুর্তে মঙ্গলগ্রহের হাওকাউ শপিং সেন্টারের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিঃ বদনা খান। তিনি আমাদের জানাবেন ঈদ শপিংয়ের সর্ব শেষ খবর। হ্যা মিঃ বদনা খান আপনি আমাকে শুনতে পারছেন? আপনি আমাদের জানান মঙ্গল গ্রহের হাওাকাউ শপিং সেন্টারের সর্ব শেষ কেনাকাটার কি খবর।
হ্যা টুসি আপনাকে ধন্যবাদ আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন মানুষে গিজগিজ করছে পুরা হাউকাউ শপিং সেন্টার।এখানে তিল ধারনের জায়গা নাই।
হ্যা মিঃ বদনা খান আমি দেখতে পারছি তিল ধারনের জায়গা নাই।তবে একটা কথা বদনা খান, আপনার মত এত্ত মোটা মানুষ ওখানে কি ভাবে ঠাই পেল?
হে হে হে আসলে আমি বলেছি এখানে তিল ধারনের ঠাই নাই তবে আমি তো এটা বলিনি যে এখানে আমার মত মোটা মানুষের ঠাই হবে না।
টুসি আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলব,ভাই আপনার নাম যদি একটু বলতেন,প্রামানিক। কি অদ্ভুদ নাম দেখছেন টুসি! তো ভাই আপনারে চেনা চেনা লাগছে আপনিকি সামু ব্লগের লেখক।সন্দেহ আছে? না সন্দেহ নাই চেহারা দেখেই বুঝছি। তা প্রামানিক ভাই আপনি এবার ঈদে কি কেনা কাটা করলেন?
আসলে এখানে শপিংয়ে আসছি সেই সকালে এখন সন্ধ্যা, জানেনই তো আমি ছড়া ভাল লিখি তাই বৌ কইছে তার জন্য একটি ছড়া শাড়ি কিনতে। সারা শাড়িতে বিভিন্ন ছড়া লেখা থাকবে আরকি। কিন্তু এখনও খুজে পেলাম না। কষ্ট করে এই মঙ্গল গ্রহে চলে আসছি একটা শাড়ির জন্য তাও পাইলাম না । শান্তি নাই শান্তি নাই মঙ্গলগ্রহেও শান্তি নাই। টুসি আপনি দেখতে পারছেন একজন ক্রেতা তার মনের মত পন্য কিনতে না পেরে কতটা হতাশ। আমারা আর হতাশা দেখতে চাই না। এখন আমি একজন দোকানদারের কাছে চলে যাব। দেখি তার দোকানে নতুন কি কালেকশন আছে।
এই যে ভাই আমি এই দোকানের মালিকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম।জ্বী বলুন আমিই এই দোকানের মালিক। প্লিজ নামটা যদি একটু বলতেন।ধ্রুবক আলো।
আপনাকেও চেনা চেনা লাগতাছে তা ভাই কি সামুর লেখক? ওই আর কি লিখি মাঝে মাঝে ছাইপাশ। তা আপনার দোকানে কি কি নতুন কালেকশন আছে যদি একটু বলতেন,মেয়েদের জন্য আছে থ্রিপিস কাটাপ্পা-খাটাপ্পা-ঝাটাপ্পা-বাটাপ্পা।সবই তো দেখি টাপ্পা তা এই টাপ্পা ছাড়া কি অন্য কিছু নাই।
অন্য কিছু কি বলেন এই গুলাই তো এবার ঈদে ঝুমাইয়া চলতাছে। আর আপনাদের এই আজগুবি চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভাই বোন আপনারা সবাই আমার দোকানে আইসেন সব মালই ঝাক্কাস।
টুসি আপনি দেখছিলেন একজন দোকানদার বলছিলেন ঈদে কি কি নতুন কালেক শন আছে।আমার এখানে আরও একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি । আপু কি নাম আপনার? শায়মা। আরে আপনারেও তো চেনা চেনা লাগে। আপনি সামুর লেখক না। লিখি আরকি তয় সবই আকিবুকি। তা আপু ঈদে কি কেনাকাটা করলেন।কন কি এখন কিসের কেনাকাটা!ঈদের এখনও অনেক দিন বাকি এখন আসছি নতুন কি কালেকশন এসেছে সেটাই দেখতে। কেনাকাটা করব চাঁদরাতে।
টুসি আপনি দেখছিলেন একজন ক্রেতা কেনাকাটা করতে আসেননি তিনি এসেছেন শুধুমাত্র নতুন কি কালেকশন এসেছে সেটাই দেখতে।তিনি মুলত চাঁদ রাতে কেনাকাটা করতেই ভালবাসেন।
হ্যা মিঃ বদনা খান আমি দেখলাম ওখানে বেশির ভাগ ক্রেতা সামুর লেখকবৃন্দ। কারন কি তা যদি একটু বলতেন।
টুসি আমি এখানকার বিভিন্ন দোকানদারদের সাথে আগেই কথা বলে জেনেসি মঙ্গলগ্রহের এই হাউকাউ সপিং সেন্টারে শুধুমাত্র সামুর সম্মানিত লেখকবৃন্দর জন্য প্রতি কেনাকাটায় ৯০ পারসেন্ট পর্যন্ত ছাড়। আর তাই সামুর লেখকরাই এখানে বেশি।
টুসি আমি আবরও একজন ক্রেতার.....
বদনা খান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ওখানে থাকুন প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগদান করব।
আমিদের সিনিয়র রিপোর্টার বদনাখান মঙ্গলগ্রহের হাউকাউ শপিং সেন্টার থেকে জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার সর্বশেষ খবর।
এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে....
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২