ঢাকা যেতে আমার খুব বিরক্ত লাগে।বেশি বিরক্ত লাগে আরিচা ঘাটে যেয়ে যখন বাস ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকে।
তাই দরকার না হলে সহজে বেড়াতেও কখনও ঢাকাতে যায় না।মাস তিনেক আগে অফিসের কাজে গিয়েছিলাম ঢাকাতে।
আমার গাড়ি ছিল রাত নটায়।এবার যাত্রায় ঘাটে দেরি হলনা তেমন।বাস ঢাকা পৌছাল রাত তিনটার দিকে।
অত রাতে বাস থেকে নামা বিপদজনক তাই যাত্রীদের বেশির ভাগ বাসেই থেকে গেল।বাস তখন গাবতলীর রাস্তায়।
বাসটা ডান দিক দিয়ে ঘুরে টার্মিনালের ভেতরে পার্ক করার জন্য ঢুকে পড়ল।দুপাশে সারি সারি গাড়ি তার মাঝ দিয়ে আমাদের গাড়িটি চলছে।
ভেতরের রাস্তাটি গর্তে ভরা গাড়িটা একটু ধীরে চলছিল।হঠাৎ গাড়িটির আলোয় পাশে থাকা গাড়ির পাশে একটা মেয়েকে দাড়িয়ে থাকতে দেখলাম।মুখে সস্তা মেকাপ দেখেই বোঝা যাচ্ছিল।এত রাতে এই বাস টার্মিনালে একটা মেয়ে কি জন্য দাড়িয়ে আছে তা সহজেই যে কেউ বুঝতে পারবে।মেয়েটা একটা কল গার্ল।বাসটা আরেকটু এগিয়ে যেতেই দেখলাম আরেকটি মেয়ে একটা ছেলের সাথে হেটে যাচ্ছে।ঢাকা শহরে বা কারও কাছে এসব বিষয় কিছুই না।
আমার কাছেও বিষয়টা আহামরি কিছু না।বা এটা লেখার তেমন কোন বিষয়ই না।
আসলে সেদিনের দেখা সেই মেয়েটা আমার মনটাকে কেন যেন খুব নাড়া দিয়ে গিয়েছিল।কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম মেয়েটিকে।
খুব অসহায় ভাবে দাড়িয়ে ছিল মেয়েটি।তার সেই দাড়িয়ে থাকার ভঙ্গি তার অসহায় মুখটা বার বার চোঁখের সামনে ভেসে উঠছিল।
আর মনে হচ্ছিল এই মেয়েটার হয়তো একটা সংসার আছে,সেই সংসারে আছে তার প্রিয় কিছু মানুষ, হয়তো মা-বাবা,সন্তান কিম্বা আদরের ছোট ভাই-বোন।
এই মেয়েটাও আর দশটা মেয়ের মত স্বাভাবিক জীবন যাপন করতে পারত।খুব জানতে ইচ্ছে করছিল সে কেন কি কারনে এই পথ বেছে নিয়েছে উপার্জনের জন্য।
তার কাছে গিয়ে কথা বলে জানতে ইচ্ছে করছিল তার সংসারে কে কে আছে।জানতে ইচ্ছে করছিল সারা রাত এই খারাপ পথে আয় করে যে টাকা সে উপার্জন করে সেই টাকা দিয়ে সে কি কি করে।
তার কি কখনও ইচ্ছে করে না এই জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে।
আজ এত দিন পরেও তার কথা মাঝে মাঝেই মনে পড়ে চোঁখের সামনে ভেসে উঠে তার সেই অসহায় মুখটি।
সেই অচেনা অসহায় মেয়েটিকে দেখার পরে কয়েক লাইন কবিতা লিখেছিলাম -কবিতাটি সেই অসহায় মেয়েটিকেই উৎস্বর্গ করছি-
ও রাতের ময়ে-
ও রাতের মেয়ে
ইচ্ছে হলে তুমিও কি
গাইতে পার মনের সুখে
মনের কথা বলতে পার
রেখে মাথা কারও বুকে।
ও রাতের মেয়ে
তুমিও কি সপ্ন বুনো
খুব যতনে হৃদয় মাঝে
কারও কথা ভেবে ভেবে
তোমারও কি মন বসে না কোন কাজে।