
নতুন শিক্ষানীতি, ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া ও যুদ্ধাপরাধীদের বিচারকে ইসলামবিরোধী মন্তব্য করে সরকারকে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বলেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে কেন্দ্রীয় মজলিশে শূরার পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "প্রস্তাবিত শিক্ষানীতির লক্ষ্য ইসলামী শিক্ষা-সংস্কৃতি ও মূল্যবোধ মুছে ফেলা। সরকার সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে ১৯৭২ সালের সংবিধানে ফেরার যে উদ্যোগের কথা বলছে সেটিও দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা।
"যুদ্ধাপরাধীদের বিচারের নামে একটি মীমাংসিত বিষয়কে ইস্যু করে সরকার দেশের ইসলামী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমরা আশা করি, সরকার নন ইস্যুকে ইস্যু করে দেশকে সংঘাত-সংঘর্ষের পথে না নিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির চেষ্টা চালাবে।"
তিনি রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থান গড়তে সব দলের প্রতিও আহবান জানান।
বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের স্মরণ করেন নিজামী।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদী, সিনিয়র নায়েবে আমীর আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, মকবুল আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী একাত্তরের 'যুদ্ধাপরাধীদের বিচার' 'দ্রুত শুরু করা' হবে বলে বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
এশিয়ান হাইওয়ে এবং ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তির উদ্যোগের বিরোধিতা করে নিজমী বলেন, "স্বাধীনতার স্থপতির কন্যা ও দ্বিতীয়বারের প্রধানমন্ত্রীর নিকট থেকে দেশের মানুষ জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি আশা করে না।"
নতুন শিক্ষানীতি, ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া ও যুদ্ধাপরাধীদের বিচারকে ইসলামবিরোধী মন্তব্য করে সরকারকে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বলেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে কেন্দ্রীয় মজলিশে শূরার পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "প্রস্তাবিত শিক্ষানীতির লক্ষ্য ইসলামী শিক্ষা-সংস্কৃতি ও মূল্যবোধ মুছে ফেলা। সরকার সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে ১৯৭২ সালের সংবিধানে ফেরার যে উদ্যোগের কথা বলছে সেটিও দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা।
"যুদ্ধাপরাধীদের বিচারের নামে একটি মীমাংসিত বিষয়কে ইস্যু করে সরকার দেশের ইসলামী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমরা আশা করি, সরকার নন ইস্যুকে ইস্যু করে দেশকে সংঘাত-সংঘর্ষের পথে না নিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির চেষ্টা চালাবে।"
তিনি রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থান গড়তে সব দলের প্রতিও আহবান জানান।
বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের স্মরণ করেন নিজামী।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদী, সিনিয়র নায়েবে আমীর আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, মকবুল আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী একাত্তরের 'যুদ্ধাপরাধীদের বিচার' 'দ্রুত শুরু করা' হবে বলে বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
এশিয়ান হাইওয়ে এবং ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তির উদ্যোগের বিরোধিতা করে নিজমী বলেন, "স্বাধীনতার স্থপতির কন্যা ও দ্বিতীয়বারের প্রধানমন্ত্রীর নিকট থেকে দেশের মানুষ জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি আশা করে না।"
@bdnews24