মায়ের ভাষা ছাড়া বলি যদি কোন কথা
মনটা আমার পায়না তৃপ্তি , সবই যেন বৃথা ।
জন্ম থেকে শেখা ভাষা , হৃদয়ে গেছে মিশে ,
সেই ভাষা ছাড়া কথা , জীবনটা যেন মিছে ।
ক্ষেত খামারে বলছে কথা , আমার দেশের চাষা ,
বাংলা ছাড়া বলবে কি আর , নেই যে কোন ভাষা।
অবুঝ খোকা জানেনা কিছু বলে শুধু একটি কথা,
মা বলে দেয় যে ডাক, তাহাও বাংলা ভাষা ।
দেশের যত সূচি, মুচি বলে সকল কথা বাংলাতে
বাংলা ছাড়া মিটেনা তৃষ্ণা, অন্য ভাষাতে ।
বাইছের নৌকা বাইছে সবাই ,দিচ্ছে টান বাংলাতে
নৌকা সামনে এগিয়ে যায় যে , ডাকে হেইয়াহো।
খোকাখুকি ডাকে চাঁদকে , আয়রে চাঁদ মামা ,
চাঁদ মামা দেক বা না দেক সাড়া, এটাও বাংলা ভাষা।
মাঝি ভাই বাইছে নৌকা , গাইছে গান বাংলাতে ,
বাংলা ছাড়া আছে কি কোন মিষ্টি সুর অন্য ভাষাতে।
প্রেমিক-প্রেমিকা বলছে মনের কথা মাতৃভাষাতে,
চোখে চোখ রেখে তারা বলছে বাংলায় ভালবাসি তোমাকে ।
দুঃখের অনলে জ্বলছে তারা ডাকছে আল্লাহুকে,
মাফ করে দাও আল্লাহ আমায় ,তাহাও বাংলাতে ।
৫২ সালের ভাষা আন্দোলনে দিয়েছিল যে প্রাণ
মাতৃভাষা বাংলা চাই এটাই ছিল তাদের স্লোগান ।
প্রভাত ফেরিতে বলছে সবাই সালাম,রফিক,জব্বার,শফিক ভাই
বাংলাতেই বলছে তারা আমরা তোমাদের ভুলি নাই ।
৭১ এর মুক্তিযুদ্ধের ছিল একটি মুক্তির স্লোগান ,
জয় বাংলা বলে তারা দিয়েছিল লক্ষ প্রাণ।
আজও দেশের যত মুক্তির স্লোগান বাংলাতেই দেয়,
বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ছাড়া কিছু হয় ।
বাংলা আমাদের প্রানের ভাষা বাংলাই আমার মা ,
বাংলা ভাষায় বলব কথা , কোন বাধা মানব না ।