বৃদ্ধের অপরাধ
***********
তিনি দেখিয়েছেন, আদর্শিক প্রেরণা থাকলে কিভাবে ৯৩ বছর বয়সেও একটি দেশকাঁপানো আন্দোলন গড়ে তোলা যায়।
তিনি দেখিয়েছেন, কিভাবে বিভিন্ন দূতাবাসে হাজিরা না দিয়েও গণমানুষের নেতা হওয়া যায়।
তিনি দেখিয়েছেন, কিভাবে দ্বিতীয় গোপালগঞ্জে নৌকা ডুবিয়ে দেয়া যায়।
দেশের ৭৫% গ্রামীণ জনগোষ্ঠির এই নেতা বীরদর্পে রাজধানীতে এসে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে যাওয়ায় যেসব শহুরে আঁতেল তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মনোপলি খোয়ানোর ভয়ে আছেন, তাদের আগেই বোঝা উচিত ছিল, রাজনীতি কেবল এসি রুমে গলাবাজি আর রাষ্ট্রদূতদের সাথে গলা ভেজানোর নাম নয়।
এদেশের রাজনীতি তো তাদেরও - যারা কখনো এসি দেখেনি, যারা শত রৌদ্র-তাপকে উপেক্ষা করে ক্ষেতে গিয়ে আপনাদের জিডিপি বিষয়ক সেমিনারের রসদ চালু রেখেছে কিংবা যেসব অশিক্ষিত মায়েরা কখনো দুই মিনিটে ম্যাগী নুডুলস ভেজে দেয়নি।
বৃদ্ধের আনস্মার্ট গ্রামীণ ভাষায় আপনাদের শহুরে জাত্যাভিমানে যতোই আঘাত লাগুক, আপনারা কোট-টাই লাগিয়ে যতই বৃদ্ধের জাত-উদ্ধার করুন, আপনাদের সুশীল হওয়ায় দেশের ওই ৭৫% মানুষের কিছুই যায় আসে না!
কৃতজ্ঞতা: Asif Rahman
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮