ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে গাড়ি, রিকশা বা পায়ে হেঁটে যাওয়ার সময়ে দেখা যে কয়টা দেয়াল লিখন দেখা যায়, তার অন্যতম হচ্ছে ছাত্র ইউনিয়নের "কোটামুক্ত শিক্ষাব্যবস্থা ও প্রশাসন চাই"। যদি ভুল না হয়ে থাকে, তাহলে এই দেয়াল লিখন এক জায়গায় না, কয়েক জায়গায় আছে। কিন্তু এখনও তাদের পক্ষ থেকে কোন একাত্মতা বা কোন কিছুর ঘোষণা এসেছে বলে জানি না।
অনেকেই শুনি বলেন- বাংলাদেশে সিরাজ শিকদারের পর আর কোন বামপন্থী ছিল না- সব হালুয়া রুটি পার্টি। কথাটা অক্ষরে অক্ষরে ঠিক। আর কোথাও থাকুক না থাকুক, অন্তত সিপিবি (এবং ছাত্র ইউনিয়ন), মেননের ওয়ার্কার্স পার্টি আর ইনুর জাসদে কোন বামপন্থী বা কমিউনিস্ট নাই।
এদের এইসব বাস্টার্ডগিরিতে একদিক থেকে ভালোই হয়েছে। আমরা এই কথা শুনে বড় হয়েছিলাম যে কমিউনিস্টরা প্রো-পিপল, লিবারেল ইত্যাদি। ছোটগুলা এখন এই শুনে বড় হবে যে বাংলাদেশি কমিউনিস্ট মানে হচ্ছে লো মার্কেট পলিটিকাল পতিতা।
কৃতজ্ঞতা: এক্সরে ভাই/ফেসবুক