যেখানে দ্রোহ আর উত্তাপ শুয়ে থাকে পাশাপাশি
এই ধর্ষিত সময়ে,
জানি বিপ্লব ঘুমিয়ে পড়েছে কথিত প্রত্যাখাতে
ধূসরিত পথ ঢেকে গেছে ঝরা পত্রাবলিতে
একান্ত আলিঙ্গনগুলো বেহায়া হতে চায়
উন্মুক্ত রাজপথে,
প্রেয়সী, তোমার আঁচল বিছিয়ে দাও
ভাঙা চুড়িতে যেন ওদের পা না কাটে
আমি দ্রোহকে চুম্বন করব তপ্ত বুকে।