কামুক পেঁচার চোখে থাকে কামধেনু নক্ষত্রের গল্প
আঁধারের জঠর থেকে বের হয়ে আসে কলঙ্কিত চাঁদ। আদখাওয়া চাঁদে লেগে থাকে রাতের ঘাম। বেনারসি জোছনা ছড়ায়ে চাঁদ নেমে আসে সজনে উঠোনে। পাকুরের ডালে তখন কামুক পেঁচা কামধেনু নক্ষত্রের সাথে কথা কয়।
বেহুলা সময়ে লখিন্দর ভেলায় যে শালিকের শব ছিল চিৎ হয়ে, তার বুকে দ্রাবিঢ় গল্প লিখেছিল কৃষ্ণ রাখাল।... বাকিটুকু পড়ুন