আজ রাত্তিরে কিচ্ছুতেই ঘুমাতে দিবো না তোরে
চুরি করে চলে যাবো তোর ঘুমের ভেতর
খুঁড়ে খুঁড়ে আনবো তোর শৈশব কৌশোর
এক্কা দোক্কা খেলা
টিনের চালে ঝরা পাতা
ডালিমের ডালে টুনটুনির বাসা
কুড়ানো শিল মুখে নিয়ে চুষতে থাকা
আর ঐ পূবদিকের জানালা খুললেই
অসভ্য লোকটার নোংরা ইংগিত
সব তুলে আনবো আমি
ছবির খাতায় সেটে দিবো
যেটা যেটা ভাল লাগবে না
ইরেজার দিয়ে মুছে দিবো
যে ছেলেটাকে নিয়ে স্কুল পালাতি
তার গেঞ্জিতে লাল রঙের হার্ট এঁকে দিবো
সবুজ ফিতা বেঁধে দিবো তোর দুই বেণীতে
আজ রাতে কিচ্ছুতেই ঘুমাতে পারবি না তুই
চোরের উৎপাতে তোর সব স্বপ্ন জেগে উঠবে
চিনিসনি আমাকে আজও
আমি এক স্বপ্ন চোর
তোর স্বপ্নগুলো চুরি করে সেল বাজারে বিক্রি করে দেবো
চড়া মূল্যে কড়া বাণিজ্য হবে
তোর রাতের ঘুম হারাম হবে
হারামি আমাকে সংসারে না-ঢুকালে তোর সব স্বপ্ন চুরি হয়ে যাবে।