বৃদ্ধের মতো ক্লান্ত শ্বাস নিয়ে হেঁটে গেছো কোথায়?
এইখানে চামড়ার পলেস্তরায় মাখামাখি সূর্য, তবু
তোমার হাঁটার শব্দে নিভে গেছে তাপ
জলের গহন অন্ধকারে ফুটে ওঠে তেতো পদ্ম
বৃষের হুংকারে ছড়ায় আতঙ্কের মতো বিক্ষোভ
তুমি হেঁটে গেছো বলে ইন্দ্রের দরবারে তোলপাড়!
দম নিতে নিতে স্মৃতির খেরোখাতায় আঁকো রেখা
আঁকো প্রথম পদচিহ্ন সিন্ধুর তীরে, আঁকো
অনঢ় জিব্রাইলের মুখ-সরস্বতীর ডানা। এভাবেই
মুছে ফেলো শূন্য বর্তমান; প্রশ্নহীন জীবন...
আমি ভরা তটের রৌদ্র হাতে দাঁড়িয়ে রয়েছি জীবনে
হন্তারকের ছায়ার নিচে আঁকছি অপূর্ব যুদ্ধ।
ঢাকা
০৬.০৭.২০১৫
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০০