জাতীয় শ্রমিকধারা’র পরিকল্পনা সভায় মোমিন মেহেদী বলেছেন, শ্রমিক-মালিক কখনোই ঐক্য হয় নি। হয়েছে শুধুই প্রহসন। আর এই প্রহসনের বৃত্ত থেকে শ্রমিকদেকে বের করতে নতুন প্রজন্মই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
১ মে বিকাল ৫ টায় জাতীয় শ্রমিকধারা’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার কলামিস্ট হারুণ মুহাম্মদ, জাতীয় মুক্তিযোদ্ধাধারার যুগ্ম আহবায়ক ফজুলল হক মেম্বার, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবি’র সভাপতি মাহামুদ হাসান তাহের, সহ-সভাপতি ইব্রাহিম খলিল প্রধান, জাতীয় সাংস্কৃতিকধারা’র সাধারণ সম্পাদক ডা. নূরজাহান নীরা, চিত্রনায়ক আকাশ খান, জাতীয় স্বেচ্ছাসেবকধারা’র সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এসটি তুষার ইমরান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক নূরনবী সোহেল, টিএম ফরহাদ শিমুল, জাতীয় শিক্ষাধারার সাধারণ সম্পাদক আতাউর রহমান, হাসিবুর রহমান সোহেল, ইউসুফ আল ইরফান, আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক মামুন বাবুল, সোহেল আহমেদ, মো. আসলাম, আমিরুজ্জামান তোতা, মো. সোহেল প্রমুখ।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্ম অন্যায় নয়; ন্যায়ের উপর প্রতিষ্ঠা পেতে তৈরি হচ্ছে; তারা খুন নয় সেবার রাজনীতিতে তৈরি হচ্ছে আর এভাবেই বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে। যার জন্য নিরন্তর সংগ্রাম আর চেষ্টার কোন বিকল্প নেই। তিনি এসময় শ্রমিক নেতা মো. সোহেল, তোতা বেপারী ও মো. আসলামকে নিয়ে অগ্রগতির জন্য নিবেদিত থাকারও আহবান জানান জাতীয় শ্রমিকধারা’র নেতৃবৃন্দকে।