মোমিন মেহেদী
মৃত্যু থাকে তথাকথিত আইএস-এর হাতের মুঠোয়...
এভাবে কেন বলছি? একারনে যে আজরাঈল(আ.) কে ছুটি দিয়ে একের পর এক জীবন কেড়ে নেয়ার দায়িত্বটি মনে হয় এরাই নিয়েছে আর তার উপর আবার মরার উপর খড়ার ঘা-এর মত তাদের আছে ফেসবুক-টুইটার আর হাবিজাবি কত কি...
কিন্তু যা প্রয়োজন তা নেই বিশেষ করে অস্তিত্ব নেই, ধরা ছোয়ার সুযোগ নেই, কথা বলার বা দেখার চান্স নেই অবশ্য সরকারও বলছে আইএস বলে কিছু বাংলাদেশে নেই; কিন্তু সরকারের মন্ত্রীরা বলছেন, আছে এবং তা বিএনপি-জামাত-শিবির-যুদ্ধাপরাধীদের আঁচল তলে এখন কাকে গুরুত্ব দেবো বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রধান শেখ হাসিনাকে, না কি তার মন্ত্রণালয়ের অথর্ব মন্ত্রীদেরকে...?
যদি শেখ হাসিনাকে গুরুত্ব দেই তাহলে আমরা আস্তিক, আর যদি মন্ত্রীদেরকে গুরুত্ব দেই তাহলে নাস্তিক এখন নাস্তিক কি না তা জানার অপেক্ষায় আছি আল্লাহর পক্ষ থেকে...
তিনি-ই বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না...
আমরা যা করছি তা আসলে কি?