নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র কার্যক্রমে অংশ নিন : দেশ-মাটি ও মানুষকে শান্তি দিন
নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র কার্যক্রমে অংশ নিন : দেশ-মাটি ও মানুষকে কিছুটা হলেও শান্তি দিন প্রিয় নতুন প্রজন্মের বন্ধুরা, হয়তো মনে মনে বলছেন, এত এত দল থাকতে আবার নতুনধারা বাংলাদেশ(এনডিবি) কেন? এজন্য যে, আমরা স্বাধীনতার পর থেকে বারবার বঞ্চিত হয়েছি যে দলই ক্ষমতায় এসেছে, করেছে সীমাহন দুর্নীতি আর তাই সকল সমস্যার সমাধান নতুন প্রজন্মের রায়ের মাধ্যমে নির্মাণের লক্ষে এগিয়ে এসেছে ১৮ থেকে ৫০ বছর বয়সী সাহসী জনতার রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ(এনডিবি) এখানে নতুন প্রজন্মের রাজনীতি সচেতন-ব্লগার-লেখক-সংগঠক-শিল্পীসহ বিভিন্ন পেশার সাহসমানুষ সম্পৃক্ত তাদের রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য নিবেদিত তারুণ্যের রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি-
তরুণ আলোয় গড়বো দেশ স্রস্টাই সকল ক্ষমতার উৎস নতুনধারা বাংলাদেশ
অবসরে প্রবীণ যারা নেতৃত্বে নতুনধারা
নতুন মত নতুন পথ
পরিচতি
নতুনধারা বাংলাদেশ
যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার সূত্রপাত সেই রক্তভেজা ৫২’র ভাষাসৈনিক, একাত্তরের মুক্তিযোদ্ধা আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিংবদন্তির রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল জাতীয় বীরদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে আসছে তরুণ প্রজন্ম-এগিয়ে আসছে আমাদের রাজনৈতিক নতুনধারা। যার পূর্ণাঙ্গ প্রকাশ সাহসের সাথে-মানুষের সাথে-মাটির সাথে।
লক্ষ্য (ক): স্বাধীনতার ৪১ বছর পরেও যখন নিত্যদিন সমস্যার জালে আবদ্ধ আমাদের নাগরিক অধিকার। ঠিক তখন সুস্থ্য রাজনীতিতে আগ্রহী ১৮ থেকে ৫০ বছর বয়সী তরুণ প্রজন্মকে সংগঠিত করে সমস্যার জালমুক্ত একটি দেশ, একটি জাতি উপহার দেয়া। যে দেশে হবে অবাধ সুষ্ঠ নির্বাচন, হবে সুস্থ্যধারার রাজনীতি চর্চা, নির্মিত হবে যথার্থ জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা।
লক্ষ্য(খ): নাগরিক জীবনকে দূর্নীতি-সন্ত্রাস আর অপশাসনের বিরুদ্ধে নির্মাণের মধ্যদিয়ে একটি সমবায় নির্ভর ও কৃষিনির্ভর উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। সেখানে আর যাইহোক থাকবে না ঘুষ-চাঁদাবাজি- টেন্ডারবাজীসহ অন্য কোন দূর্নীতি; থাকবে না আওয়ামী লীগ-বিএনপি বা যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের ঘৃণ্য- নৈরাজ্যময় অপরাজনীতি।
লক্ষ্য(গ): স্বাধীনতার চেতনাকে লালন করে একটি সুখি-সম্মৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশের অবস্থান নির্মাণের লক্ষ্যে ঘরে ঘরে ক্ষুদ্র খামার; ক্ষুদ্র শিল্পসহ বিভিন্ন ব্যবসায়িক পন্থা বাস্তবায়ন। বিশেষ করে উন্নত দেশগুলোর কঠোর পরিশ্রমী সময়কে আমাদের নাগরিক জীবনে ধারন করে রাজনীতি-অর্থনীতি এবং সমাজনীতিতে ব্যাপক পরিবর্তন সাধনের মাধ্যমে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ে তোলা।
লক্ষ্য(ঘ): ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে পূজিবাদ-সা¤্রাজ্যবাদ-বুর্জুয়াদের হাত থেকে দখলমুক্ত করে প্রকৃত তরুণ নেতৃত্বের তত্বাবধানে কালো থেকে আলোর দেশ হিসেবে গড়ে তোলা। সেক্ষেত্রে নতুনধারা বাংলাদেশ সবসময় আর ৩ টি রাজনৈতিক সংগঠনের চেয়ে ব্যাতিক্রম ভূমিকা পালন করবে।
উদ্দেশ্য: ত্রিশ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে কখনোই যাতে আর হারাতে না হয়; সেজন্য বাবার দেশ, স্বামীর দেশ অথবা নানা-দাদার দেশ থেকে বাংলাদেশকে মুক্ত করে জনগনের রায়ের মাধ্যমে একটি সুন্থ্য ধারার রাজনৈতিক প্রবাহর মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলা। সেখানে সার্বজনীন শিক্ষা, নূন্যতম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোট ও ভাতের অধিকার রক্ষা, আবাসন সংকট নিরসন, বেকারত্ব দূরীকরণ, সুলভ ও সহজতর পরিবহন নিশ্চিতকরণ, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি ঘাটতি পূরন এবং সর্বোপরি একটি সবুজ-শ্যামল-নির্মল পরিবেশের বাংলাদেশ গড়ে তোলা...
আদর্শ: নতুনধারা বাংলাদেশ-এর আদর্শ স্বাধীনতা-স্বাধীকারের জন্য নিবেদিত জাতির শ্রেষ্ঠ সন্তানগণ। সেই সারিতে রয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিংবদন্তির রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাশাপাশি সকল দেশের সকল রাজনৈতিক কিংবদন্তকে আমরা জানাবো বিন¤্র শ্রদ্ধা। কাউকে অসম্মান নয়; সম্মান করে নতুনধারা বাংলাদেশ’র এক একজন নেতাকর্মী হয়ে উঠবেন নিজের কাছে-জাতির কাছে- দেশের কাছে সম্মানিত। কেননা, নতুনধারা বাংলাদেশ বিশ্বাস করে- যে জাতি সম্মান প্রদর্শন করে; সে জাতি সম্মানিত হয়। সেই অর্থে আমরা মনে করি জাতীয় ৫ নেতাকে সবসময় জাতীয়ভাবে সম্মানের যে ব্যবস্থা এখনো নেয়া হয়নি তার দায়িত্ব আগামীতে নতুনধারা বাংলাদেশ গ্রহণ করবে।
জাথীয় উন্নয়নে নতুনধারা বাংলাদেশ
কৃষি
প্রথমত তৈরি হতে হবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের হাজার হাজার একর অনাবাদি জমিকে আবাদের পাশাপাশি একটি উঠোন, একটি ছাদ পন্থায় ঘরে ঘরে কৃষি বিপ্লব গড়ে তোলা। সাথে সাথে সময় এবং সুযেগের যথাযথ মূল্যায়ণের মধ্য দিয়ে মৎস্য চাষও হবে প্রতয়ের পথ। যেই পথ ধরে রপ্তানির রাস্তায় এগিয়ে যাবে বাংলাদেশের মৎস্য সম্পদ।
ব্যবসা
শুধু চাকুরী নয়; ব্যবসাও হতে পারে বেকারত্বের অভিশাপমুক্ত বাংলাদেশ-উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম উপায়। এই উপায়ের হাত ধরে এগিয়ে গেলে ঘরে ঘরে না হোক পাড়ায় পাড়ায় গড়ে উঠবে একটি বুটিকঘর অথবা অন্যকোন ক্ষুদ্রশিল্প’র প্রতিষ্ঠান।
তথ্য-প্রযুক্তি
আমাদের দেশে প্রচুর মেধাবী রয়েছেন। যারা বয়সে তরুণ হলেও মেধার দিক থেকে অনেক অগ্রসর। সেই সকল প্রযুক্তিবিদদেরকে কোন না কোনভাবে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সুযোগ করে দিতে হবে। যাতে করে ঘরে ঘরে না হলেও এক একটি উপজেলায় অন্তত কয়েকজন তরুণের হাত ধরে উঠে আসে সফটওয়্যার-হার্ডওয়ার অথবা অন্যকোন নতুন পথ। যেই পথ ধরে তৈরি হয়েছেন আজকের প্রতিষ্ঠিত প্রযুক্তিবিদগণ।
৬ দফা
নতুনধারা বাংলাদেশ সাহসকে সাথী করে এগিয়ে এসেছে এই অরাজকতাময় অন্ধকারে আলো জ্বালানোর প্রত্যয়কে বুকে রেখে। সেই সাহস পেশীসাহস নয়; মনোসাহস। এই সাহসের রাস্তায় এগিয়ে চলতে চলতেই আমরা ঘোষণা করছি ৬ দফা দাবী।
১. আওয়ামী লীগ-বিএনপি বা যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের ঘৃণ্য- নৈরাজ্যময় অপরাজনীতি বন্ধ করতে হবে।
২. নেতৃত্বের নামে টেন্ডারবাজী-চাঁদাবাজী আর সন্ত্রাসের রাজত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য নিবেদিত সকল রাজনীতিককে কোনরকম বাঁধা না দিয়ে সুস্থ্যধারার রাজনীতি করার জন্য পরিবেশ দিতে হবে।
৩. সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর আওয়ামী লীগ-বিএনপি এবং যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রক্তাক্ত হামলা বন্ধ করতে হবে।
৪. শিক্ষাঙ্গনকে ছাত্র রাজনীতি নামক অপরাজনীতির হাত থেকে মুক্তি দিয়ে দেশের সকল ক্যাম্পাসকে তথাকথিত ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।
৫. সরকারী- বেসরকারী কোন প্রতিষ্ঠানে অথবা ঘরে-বাইরে কোথাও নারী-পুরুষ পার্থক্য না রেখে মানুষবান্ধব সমাজ নির্মানের সুযোগ দিতে হবে।
৬. দূর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ আর অপরাজনীতির হাত থেকে মুক্তির পথ সুগম করতে সেনা-পুলিশ-আর্মড-আনসারসহ সকলবাহিনীকে মুক্ত স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়ার পাশাপাশি আদালতকে রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক বর্তমানের উর্ধ্বে।
আপনি যদি জীবনকে কখনো মনে করে থাকেন যে, এই দেশ-এই মাটি এই মায়ের জন্য নূন্যতম দায়িত্ব আপনার রয়েছে। তাহলে আপনার রাজনৈতিক দল-আপনার কথা বলার মঞ্চ-আপনার অধিকার আদায়ের কথা উত্থাপনের রাস্তা তৈরি করতে তৈরি নতুনধারা বাংলাদেশ। আপনার বয়স যদি হয়ে থাকে ১৮ থেকে ৫০’র মধ্যে তাহলে একজন গর্বিত যোদ্ধা হিসেবে অংশ নিন নতুনধারা বাংলাদেশ’র সকল আন্দোলনে-সকল সংগ্রামে। আর যদি আপনি হয়ে থাকেন ৫০ উর্দ্ধো কোন প্রবীন, কিন্তু মনের দিক থেকে নবীন; তাহলে উপদেশক হিসেবে বাংলাদেশের নতুন প্রজন্মকে পথ তৈরি করতে সহায়তারা লক্ষ্যে এগিয়ে আসুন। রক্ষা করুন মায়ের মত দেশকে, ভাইবোন আর স্বজনের মত প্রিয় জনগনকে...
আমি নিন্মোক্ত আবেদনকারী নামৃ------------------------------------. মাতার নাম-------------------------------.
পিতা/স্বামীর নাম-----------------------------.বয়স--------- পেশা------------------.
স্থায়ী ঠিকানা----------------------------------------------------------------------.
বর্তমান ঠিকানা--------------------------------------------------------------------.
ফোন/মোবইল-----------------------------.শিক্ষাগত যোগ্যতা---------------------------.
ইমেইল---------------------------------------পরিচয়পত্র নং---------------------------------.
অতীত রাজনৈতিক/সাংগঠনিক সম্পৃক্ততা---------------------------------------------------.
নতুনধারা বাংলাদেশ’র গঠনতন্ত্র অনুযায়ী লক্ষ্য-উদ্দ্যেশ্য এবং আদর্শের সাথে একাত্মতা প্রকাশ করে দেশ-মানুষ ও মায়ের জন্য
সর্বাত্মক চেষ্টা অবহত রেখে দেশ ও জনগনের জন্য জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত নিবেদিত থাকবো বলে অঙ্গিকার করছি।
প্রস্তাবক আবেদনকারীর সাক্ষর
তারিখ
নতুনধারা বাংলাদেশ
প্রাথমিক সদস্যপদ প্রদান
আমি নিন্মোক্ত আবেদনকারী নামৃ------------------------------------. মাতার নাম-------------------------------.
পিতা/স্বামীর নাম-----------------------------.বয়স--------- পেশা------------------.
জাতীয় পরিচয়পত্র নং----------------------------------------------------------------------.
বর্তমান ঠিকানা--------------------------------------------------------------------.
আপনাকে নতুনধারা বাংলাদেশ’র গঠনতন্ত্র মেনে চলার অঙ্গিকার সাপেক্ষে প্রাথমিক সদস্যপদ প্রদান করা হলো।
প্রতিনিধি তারিখ------------.
নতুনধারা বাংলাদেশ
নতুনধারা বাংলাদেশ(এনডিবি)
নতুনধারা বাংলাদেশ’র আহবায়ক মোমিন মেহেদী ও যুগ্ম আহবায়ক শান্তা ফারজানা’র পক্ষে জুয়েল মাহমুদ কর্তৃক প্রকাশিত ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান কর্তৃক প্রচারিত ০১৬৭৫১৭৯১৮৯
যদি মনে হয়- আমাদের রাজনৈতিক পরিবর্তনের জন্য নতুনধারা বাংলাদেশ(এনডিবি) প্রকৃত তারুণ্যের রাজনৈতিক দল; তাহলে যোগ দিন নতুনধারা’র রাজনীতিতে পরিবর্তনের রাজনীতিতে তারুণ্য নিবেদিত রেখে গড়ে তুলুন নতুন বাংলাদেশ যেখানে যুদ্ধাপরাধী-জামায়াত-শিবির-হেফাজত নয়; থাকবে বাঙালি-বাংলাদেশী চেতনার স্বাধীনতার সৈনিকেরা থাকবে বিএনপি-আওয়ামী লীগের সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বদলে প্রকৃত দেশপ্রেমিক তরুণেরা যারা লিখতে জানে-বলতে জানে- দেশের জন্য লড়তে জানে...
মোমিন মেহেদী : ব্লগার-কলামিস্ট এবং আহবায়ক, নতুনধারা বাংলাদেশ(এনডিবি)
মত প্রকাশ মানে সহমত।
আওয়ামী লীগ আমলে সমাজের একটা অংশের অভিযোগ ছিলো, তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতা নাই। যদিও, এই কথাটাও তারা প্রকাশ্যে বলতে পারতেন, লিখে অথবা টকশো তে।
এখন রা জা কারের আমলে... ...বাকিটুকু পড়ুন
আত্নমর্যাদা!
রেহমান সোবহান একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। রেহমান সাহেব এমন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন যা খুব নির্জন এলাকায় অবস্থিত এবং সেখানে যাওয়ার... ...বাকিটুকু পড়ুন
কাঁঠালের আমসত্ত্ব
কাঁঠালের কি আমসত্ত্ব হয় ? হয় ভাই এ দেশে সবই হয়। কুটিল বুদ্ধি , বাগ্মিতা আর কিছু জারি জুরি জানলে আপনি সহজেই কাঁঠালের আমসত্ত্ব বানাতে পারবেন।
কাঁঠালের আমসত্ত্ব বানানের জন্য... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প বলেছে, বাংলাদেশ পুরোপুরি এনার্খীতে, তারা মাইনোরিটির উপর অত্যাচার করছে।
৩ দিন পরে আমেকিকার ভোট, সাড়ে ৬ কোটী মানুষ ভোট দিয়ে ফেলেছে ইতিমধ্যে; ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা শতকরা ৫১ ভাগ। এই অবস্হায় সনাতনীদের দেওয়ালী উপক্ষে ট্রাম্প টুউট করেছে... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। অ্যাকসিডেন্ট আরও বাড়বে
এরকম সুন্দরী বালিকাকে ট্র্যাফিক দায়িত্বে দিলে চালকদের মাথা ঘুরে আরেক গাড়ির সাথে লাগিয়ে দিয়ে পুরো রাস্তাই বন্দ হয়ে যাবে । ...বাকিটুকু পড়ুন