আমার আগের পোষ্টি ছিলো মুসলিমদের বিরুদ্বে আবারও বিদ্বেষী মুভি তৈরী, ইতিহাসের পুনরাবৃত্তি। কিছু মুসলিমদের এই ব্যাপারে কাজকর্ম দেখলে খুবই হতাস হতে হয়। এদের জন্যে কবি কাজী নজরুল ইসলাম অনেক আগে লিখে গিয়েছেন,
ক্ষমা করো হযরত।
তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত ।
ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ
ক্ষমা করো হজরত ।।
বিলাস বিভব দলিয়াছ পায় ধুলিসম তুমি প্রভু
তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কভু।
এই ধরণীর ধন সম্ভার
সকলের তাহে সমান সম অধিকার
তুমি বলেছিলে, ধরণীতে সবে সমান পুত্রবত।
ক্ষমা করো হজরত।।
তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে
আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে।
ভিন্-ধর্মীর পূজা মন্দির
ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,
আমরা আজিকে সহ্য করিতে পারিনাকো পর-মত
ক্ষমা করো হজরত।।
তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বানী,
মোরা ভুলে গিয়ে তব উদারতা
সার করিয়াছি ধর্মান্ধতা,
বেহেশত হতে ঝরে নাকো আর তব রহমত।
ক্ষমা করো হজরত।
অডিও শুনুন ইউটিউবে,
বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল (২)। প্লাস জেনে নিন তার বিবাহ নিয়ে কিছু কথা!
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪