জীবনটা যবে তরঙ্গ সম,
কবিতার মত কাব্যিক, নমঃ
মনে রেখ ওহে মোর প্রিয়তম,
মরিলে কাটিবে এই ঘোর মম।
তুমি আনি দেও ছন্দ পতন,
আনি দেও মোরে মিথ্যা স্বপন,
ঘোর ভেঙ্গে উঠি, চকিতে যখন,
দেখি তুমি দূরে হাসিছো তখন
ছাড়িবেই যদি, ধর কেন মোরে,
মাস কয় পরে আসিবে দুয়ারে,
কবিতা লিখিয়া স্বপিব তোমারে,
চলে যাবে ফের, জানিতে কে পারে ??
কবিতা মোর ব্যাথা বলে যায়,
কেউ না পড়ুক, অসুবিধে নাই,
একদিন তুমি পড়বে একাই,
খুজিবে আমারে আমার লেখায়।
আমি যে কবি মরমে মরমে
বলিতে পারিনা চক্ষু শরমে,
কবিতা আমার ধ্যান ও ধর্মে,
কবিতায় আছি কাজে ও কর্মে।।