আমি অবাক তাকিয়ে রই,
আমার শরীরে ছত্রাকে ঢাকে তোমাদের ছায়া থেকে,
আমার কারনে নষ্টেরা যত জ্বালাময়ী কথা লেখে,
মোর অবসরে, ভীড়ের শহরে প্রতিবাদ ঝড়ে কাঁপে,
আমি যাই কই, পত্রিকা সব হেডলাইন করে ছাপে।
আমি যদি বলি নড়ে উঠো সব, আমি যদি বলি গান গাও,
ভীরু চাউনীতে, চুপ বসে থেকে, রগরগে চোখ কড়কাও
আমি যদি আজ ভাত খাই তবে তোমরা খাইবে রুটি,
তোমাদের মতে আমি পদে পদে ভুল করি কোটি কোটি।
আমার প্রয়ানে পাথরের পাশে থরে থরে জমে ফুল,
সারাটি জীবন বলে গেল সবে, আমি করে গেছি ভুল,
আমি অবাক তাকিয়ে রই,
আমাকে নিয়েই কত কিছু ঘটে, আমি তার কিছু নই।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২২