আমার অষ্ট প্রহরের ষষ্ঠ ইন্দ্রিয়ে
সদা জাগরুক থাকো তুমি,
- হে প্রিয়,
আমার বদ্ধ আঁখির দৃষ্টিতে,
শ্রবনান্দ্রিয়ের সৃষ্টিতে
থাকো তুমি অতন্দ্র প্রহরী,
-হে প্রিয়।
প্রতি তন্ত্রীর রন্ধিতে
রাগ অনুরাগ সন্ধিতে,
বাজো ঝংকৃত সুর অবিরল-
প্রখর গ্রীস্ম-দুপুর কেটে যায়,
আসে ঝরঝর মুখর বাদলের দিন,
এমন দিনে মুখোমুখি চুপি চুপি
কাটে ক্ষন অনায়াস অবলীলায়-
ভেসে যায় শরতের সাদা মেঘ,
জবুথবু শীতের সকাল,
ফাগুনের আলো ঝিলমিল-
দুটি ফানুশ হৃদয়
বাঁধি রঙ্গিন সুতোয়,
উড়িয়ে দেই-
বসন্তের উতল হাওয়ায়।
তুমি আমি নিভৃত নিরজনে
অষ্ট প্রহর, ষষ্ঠ ইন্দ্রীয়ের বাঁধনে
বাঁধা পড়ে থাকা দিন,
কত শত জমে থাকা ঋণ---
অকারণ অভিমান
হাসি,ভালোবাসা গান--
হেসে যায়- ভেসে যায়-
তারপর একদিন সব কিছু ভুল হয়ে যায় ...
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ রাত ২:০৫