বিশ্ববিদ্যালয় জীবন শেষে নর্থ আমেরিকায় উচ্চ শিক্ষার পরিকল্পনা করছি। নানান উদ্ভট ভাবনা মাথায় আসছে। আমার বাবা-মা, আত্মীয় স্বজনেরও আসছে। কারণ তারা ভয় পাচ্ছেন, একা মেয়ে ছাড়ছেন, সেতো ছেলে নয়! এসব কথা আমি যখন শুনছি, খুব রেগে যাচ্ছি। ছেলে আর মেয়ে তো একই। ভয়ের কি আছে! কিন্তু ভিতরে ভিতরে দুশ্চিন্তা যে আমারও হচ্ছে না তা নয়। কেননা মানুষ হিসেবে আমি তো খুব উত্তম গোছের কেউ নই।
নিতান্ত লেখালেখির অভ্যাস থেকে প্রবাসে নিয়ে একটি সিরিজ লেখা শুরু করি। ব্লগে ফেসবুকে বেশ সাড়া পেয়েছি। হঠাৎ করেই মনে হল বই করা যাক। তাই প্রবাসে সিরিজটির সবগুলো পর্ব লিখে ফেললাম এবং বই আকারেই লিখলাম। বই আকারে লেখার পর পাঠক হিসেবে পড়লাম। আমি বরাবরই আবোল তাবোল। কোনকালেই নিজের গুণমুগ্ধ নই। তবে বইটি পড়ার পর মনে হয়েছে, বেশ লিখেছি তো। ইস, আমি আমেরিকা আসার আগে এরকম একটি বই পেলে খুব ভাল হত।
হুমায়ুন আহমেদ, সুনীল এসব লিজেন্ডারি লেখকেরা আমেরিকা সম্পর্কে আগেই লিখেছেন। তবে তাঁরা লিখেছেন অনেকটা ভ্রমণ কাহিনী হিসেবে। সেখানে আমেরিকা পড়তে আসা F1 ছেলেমেয়েদের জীবন জটিলতা এতটা মুখ্য হয়ে ঊঠেনি। তাঁদের অসাধারণ লেখনীতে ফুটে উঠেছে সাধারণ মানুষের গল্প। জীবনের গল্প আমিও লিখেছি। একাকী একটি মেয়ের জীবনের গল্প। তাই আমার গল্পটা ঠিক ভ্রমণ কাহিনী নয়, অনেকটা উপন্যাস, অনেকটা আত্মজীবনী ।
হুম, অনেক ঢাকঢোল পিটিয়েছি। আসল কথা হল আমার বইটি এবারের ২০১৫ একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। রকমারি ডট কমেও পাওয়া যাবে বইটি।
বইয়ের নামঃ প্রবাসে
লেখিকাঃ জান্নাতুন নাহার তন্দ্রা ।
প্রকাশকঃ বাংলাদেশ রাইটার্স গিল্ড
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯