১. কুরআন আল্লাহর পক্ষ হতে মহা আমানত। আর আমানত রক্ষা করা জরুরি।
২. কুরআন আমাদের সিলেবাস। আর প্রতিটি ছাত্রকে তার সিলেবাস পড়া জরুরি।
৩. কুরআন আমাদের জীবন বিধান। আর প্রত্যেককে তার জীবন বিধান জানা জরুরি।
৪. আল-কুরআনের প্রতিটি অক্ষর পাঠে রয়েছে ১০টি করে নেকি। আর আমাদের নেকি অর্জন করা জরুরি।
৫. প্রতিটি সালাতে কুরআন পাঠ করা প্রয়োজন। তাই আমাদের কুরআন শিক্ষা করা জরুরি।
৬. সর্বশ্রেষ্ঠ ও উত্তম মানুষ হওয়ার জন্য কুরঅান শিখা আমাদের জন্য জরুরি।
৭. আল্লাহওয়ালা ও আল্লাহর বিশেষ বান্দা হওয়ার জন্য কুরআন শিখা জরুরি।
৮. কবরের সঠিক উত্তর দেওয়ার জন্য কুরআন শিখা জরুরি।
৯. কিয়ামতের দিন সুপারিশের জন্য কুরআন শিখা জরুরি।
১০. জান্নাতের উঁচু স্থানলাভের জন্য কুরআন শিখা জরুরি।