
লেখা চুরি একটা মহা অপরাধ কাজ।একজন আসল লেখক তার মাথা খাটিয়ে অনেক সময় নিয়ে লেখা।আর একজন ফাউল সেটা মাত্র কিছু সময়ের মাঝে কপি করে।আমাদের সামু ব্লগের একজন ব্লগারের লেখা দাদারা একদম চালায়া দিলো।আরও খারাপ লাগলো যে আমাদের ব্লগের লেখক বাংলাদেশের প্রেক্ষিত এ লেখাটা লিখেছিলো।কিন্তু ঐ দাদা লেখা চুরি করেছে ঠিক কিন্তু উনি লেখার প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ উঠায়া দিয়া ভারত বসায়া দিছে।ভারতীয় দাদাদের চুরির ইতিহাস খুব পুরোনো।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা শুধু বাংলাদেশ থেকে চুরি করেই গেল।তারপরও তারা এমন ভাব দেখায় যে ভারত ভারত না ভারত আমেরিকা।তারা নিজেদেরও


পড়া হইলে এইবার দাদাদের পেজে গিয়া উনাদের নকলগিরি দেখেন গুতান
আমার ফ্রেন্ড লিস্ট এ একজন পশ্চিম বঙ্গের দাদা আছে।সে আজ একটা লিঙ্ক শেয়ার করলো।সে আমারে বললো লেখাটা পড় ভাল লাগবো।আরও বললো দেখ ভারত এখন একটা সুপার পাওয়ার।চায়না,আমেরিকা সবাই ভারত কে নিয়া খুব টেনশন করে।তো আমি লেখাটা পড়তে গিয়া প্রথমেই টাস্কি খাইলাম।মনে হইলো কোথায় যেন লেখাটা পড়ছিলাম।এত মিল পাইতাছি ক্যান




কিন্তু ভারতীয় ঐ চোরা পেজটা তার লেখাটা লিখছে ২০ অক্টোবর রাত ১ টায়


এখন ভাই আপনারা বলেন এই ভোদাই চোরের কি করা উচিৎ




সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪২