প্রভু,
দশ দিগন্তে হেঁটেছি-
অনন্তকালের এই পথ পাড়ি দিতে গিয়ে
বুক ভরা নিশ্বাস নিয়ে অনেকবার দীর্ঘশ্বাস ছেড়েছি,
কেউ জানে না কিংবা রাখেনি তার খবর।
দূরের ঐ আকাশটা দেখি-
দূর নীলিমারা হাতছানি দিয়ে ডাকে;
কি বিষম সে যন্ত্রণা-
আজো আমায় কূঁড়ে কূঁড়ে খাচ্ছে,
আজ আমার বড্ড অসুখ, ওরা হাঁকছে;
কে জানে কতকাল ধরে ডাকছে।
অমনি এক এক করে সাত সাতটা পুলসিরাত পাড়ি দিলাম-
এরপর অজস্র রাত নরকে কাটিয়েছি।
কি বীভৎসই না ছিলো সে রাতগুলো,
তেরশত কোটি হুরপরী যা দিয়েছ আমায়
ওসব তোমারই থাক!
নির্ঘাত সাদালাপ।
আজ আমার পাশে নেই কেউ,
তবু খোলা জানালায় চোখ মেলে
প্রভু দূরের ঐ আকাশটা দেখো-
না পাওয়ার বেদনায় ছটফট করি
কিংবা যা কিছু দিয়েছ আমায় সব নিয়ে নাও।
প্রভু
আজ রাতে বৃষ্টি না দাও,
প্রভু
আজ আমায় ভিজিয়ে না যাও
তবু নিয়ে যাও, শত প্রতীক্ষার এ লগন,
শুধু দিয়ে যাও ভালোবাসে আমায় যে জন।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ সকাল ৯:২৬