নীলাচ্ছন্ন স্নীগ্ধা
বারান্দার ওপাশটায় তখনো রোদ ছড়ানো,
খোলা চুলের এক কিশোরী! আমি এখনো শব্দ শুনি-
যৌবনের সেই কিশোরীর চলে যাওয়া পথের,
পথ মিলিয়ে যায়! পথের শেষে হয়ত পথ ছিলো;
সে পথ গুলিয়ে ফেলি
এমনি জীবনের বাঁকে ছন্দ খুঁজি;
ছন্দ হারিয়েও ফেলি।
হারানো দিনের সেই সব স্মৃতি খুব যে মনে পড়ে তাও না
কিংবা তেমন করে ভাবতে চাচ্ছি না।
আমি কেবল দূরের আকাশটা দেখি-
আকাশ মিলিয়ে যায় তবু মিথ্যে আশায় বুক বাধি।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬