মিথ্যে বলিনি একচুল!
নারীর ফাঁদে পা দেওয়া ছিলো পুরুষের ভুল।
খুলেন কিতাব! বেদ-পুরানের চার পাতা পড়ে;
ঈশ্বর এসে দেয় হামাগুড়ি মোল্লার কূঁড়ে ঘরে।
ভিক্ষুক এ জাতি- ডাকে যারে মক্কার আবে জমজম,
বাহ! সম্ভ্রম বেঁচে নারী দাসী দু-পয়সার পেলে মহরম।
পুরুষের যত পূণ্য সমেত ছলনাময়ীর ছিলো হাত
ধ্যান ভেঙে ছিলো ঢের দেবতার নারী সুপ্রভাত।
ডাকে মিনারে মিনারে মুয়াজ্জিন ঐ ধার্মিক চোর;
আদি আদমের কসম তারে, বল! কে ঈশ্বর তোর?
মানুষে মানুষে যত দাঙ্গা-ফাসাদ- রক্ত ঝরায় যারা
আদিকাল থেকে পিছু নেয় ডেকে নারী নয় দেবতারা।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪