মেঘের দেশের রাজকন্যা; আছো কোথায় শুনি?
মেঘের কাছেই পত্র পাঠাই- খবর বুঝি রাখনি?
বলি বলি করেই এখন বেলা অনেক হলো-
কেনো তবে বলছো মিছে সন্ধ্যা নেমে ছিল!
সেতো গেলো পুরান কথা, কাজের কথায় আসি
তখন থেকেই উঠলো ফুঁসে গঙ্গা নামক রাক্ষসী,
এমনি যেনো আকাশ কোণে মেঘ করলো তাড়া
সে বৈশাখেরই শেষ প্রহরে করলে আঁতাত ওরা।
তারপরে এক নামলো ঝড় রাত্রি গেলে বেড়ে
তুমি তখন ঠাই দাঁড়িয়ে কলোচ্ছাসের ঘোরে
আমার নামে নালিশ দিলে লোকের কথায় যা
মনের টানে যখন সাজাই মেঘের রাজকন্যা।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩