ভালোবািস কত সহজেই বলা, একটি শব্দ আর-
গুটি বর্ণমালা জুড়ে দিতে লিখা হলো নাম তাঁর
কবিতায় জড়ো হয় রাত জাগা পাখি সব!
সুর যেন বাধতে থেমে থেমে জমে উঽসব|
.
থেকে থেকে রাত বাড়ে; বলো ভালোবাসোনি তারে,
জড়ো করে বর্ণহীন বর্ণমালা-ডাকোনি যারে,
সে তোমার তুমি তাঁর দু'চোখে ছিলে স্বপ্ন যত
কত সহজে বলেছি হোক না তা হৃদয় গঠিত|
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪