ঘুম ভাঙতেই শুনবে যেদিন দোয়েল-শ্যামার স্বর
পৌষে এক পত্র পাঠাই- রংতুলিতে টানতে আঁচর;
ঘুম ভাঙলে পাড়ার খুকির চেঁচিয়ে করে সাড়া
নিজের করেই সাজাতে আজ নতুন বসুন্ধরা।
দেখো সেদিন কৃষ্ণচূড়া ফুটলে বনে- ছন্দ মাগে,
তোমায় আমি জাগিয়ে যাবো সকাল হবার আগে।
শিমুল-পলাশ ফুটবে আরো আসবে নতুন ভোর-
বারান্দাতে দাঁড়িয়ে দেখো ডাকে রোদেলা দূপুর।
ঘুম ভাঙতেই শুনবে যেদিন দোয়েল-শ্যামার স্বর
পৌষে এক পত্র পাঠাই- রংতুলিতে টানতে আঁচর;
ঘুম ভাঙলে পাড়ার খুকির চেঁচিয়ে করে সাড়া
নিজের করেই সাজাতে আজ নতুন বসুন্ধরা।
দেখো সেদিন কৃষ্ণচূড়া ফুটলে বনে- ছন্দ মাগে,
তোমায় আমি জাগিয়ে যাবো সকাল হবার আগে।
শিমুল-পলাশ ফুটবে আরো আসবে নতুন ভোর-
বারান্দাতে দাঁড়িয়ে দেখো ডাকে রোদেলা দূপুর।