নিশ্চুপ শতাব্দি, দেখে ধ্বংস- পৃথিবীর সব মহারথ!
এখানে মাটি চাপা দাও- হোক আর একটি শপথ।
এখনই দাও মুছে, পৃথিবীর মানচিত্রের দূষিত ফিলিস্তান।
হত্যা করি সব নবজাতক, অত্যাচারির হোক উত্থান।
নবজাতক! যে ভ্রুণটি জন্ম নিতে তার নাম আজ মানুষ।
যে মা জন্ম দিবে সে পাপী, তাকে হত্যা করেছি প্রত্যুষ।
এখনো যে পৃথিবীর দেখেনি কিছুই- তার মৃত্যু কত নির্মম!
সে লাশ ছুঁবো না, এই তো আর শুনবো না কোন মাতম।
বলো, মানুষে মানুষে কেন এত ভেদাভেদ? সত্য এই
ধর্মই যদি মানুষ মারে- মানুষ মারি ধর্ম জিইয়ে।
ধর্মই আজ রক্ত চিরেছে ইহুদীর হাতে মরে মুসলিম
মুসলিম তারে শপে বারেবারে ঘৃণায় নিয়েছে তালিম।
চলো যুদ্ধে নামি! মানুষ নয় তার দিকে ছুঁড়ি গুলি
এ জিহাদ হবে সত্যের আর ধর্ম সব দিবো বলী।
নামাও ডেকে ঈশ্বর তাকে, তাঁর বিচারই হবে আজ।
হত্যা করেছ কত হিসেব করি, করি আরো কত কাজ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০