সে কবিতা আজ নির্বাসনের নাম
বিদুলা
আমার কৈশোর আজ আমায় ডাকে
আমার কৈশোর বিদুলার ছবি আঁকে।
দেখতে দেখতে রাত নেমে চাঁদ হাসে
সে চাঁদের সাথে কথা বলি রাত শেষে
আমি, কথা বলি রোজ একাকি নিভৃতে
কথা হয় নীড়ে ফেরা_
রাত জাগা এক ধানশালিকের সাথে;
সেখানে কবিতারা আমায় আজো ডাকে
আমি যে ছন্দ হারিয়েছি জীবনের বাঁকে,
কবিতার ইশারায় কবিতার প্রেমে পড়ি
ওরা বলে_
আমি নাকি কবিতার টানেই ঘর ছাড়ি।
সে কবিতা আজ নির্বাসনের নাম
সে কৈশোরে আজ ফিরে এলাম।
হয়ত,
জীবন্ত লাশের সামনে দাঁড়িয়ে থেকে
মিছেই স্বপ্ন বুনেছি বিদুলার দু’চোখে।
এখানে সেখানে উৎপেতে ওরা
স্বাধীনতা! আজ কোথায় তুমি?
এখানে ওখানে উৎপেতে ওরা
উড়ে গেছে সব ধানশালিকেরা
এসব ভালো না এমনটা কেউ বলে না;
হায়! এখানে আজ সত্য বলাও চলে না।
.
তবে কি স্বাধীনতা বদ্ধভূমি?
কেউ বলেনি বলোনি তুমিও
এই স্বাধীনতা তিরিশ লক্ষ প্রাণের দামে কেনা;
শেয়াল-শকুন! চল গুড়িয়ে দেই ওদের আস্তানা।
.
আমি তো দেখেছি এখনো মানুষ ভূখায় মরে
ওরা হাত পেতেছিলো ঠিকই তোমার তরে;
কই! কেউ নেয়নি কাছে বলেনি ভাই
কথা হবে পথে তবে আয় বুকে আয়!
.
ওই তো ওরাই
আজো চিল শকুনের মত দেয় হানা
এখানে ওদের কেউ করে না মানা।
এখানে যেমন মানবতা বলে আজ কিচ্ছু নেই
এখানে ঠিকই স্বাধীনতা আছে স্বাধীনতা নেই।
কবি-কবিতা
প্রশ্ন আজ! কেনো?
প্রভাতের হেলেঞ্চা ফুটলো যে বুনো
নিখিল সমুদ্রে কেনো উত্তাল এখনো;
তারা-জোনাকি আর মুগ্ধ সে রজনীতে
নিবিড় কোন জোৎস্নার স্নিগ্ধ আভাতে
আর প্রশ্ন! কেনো?
হাজার তারার মাঝে একটি তারা লাজে
লাজুক সে লজ্জাবতী এখনো চোখ বুজে
গভীর অরণ্যে ছুটে বেড়াই আপন মনে
কবি-কবিতা মিথ্যে সবি জানি তার ধ্যানে
বিনিদ্র প্রহরগুনি সাত সামিয়ানা করে এক
প্রশ্ন আজ! কোথায় তবে লুকিয়েছে সে মেঘ?
দশ দিক দিলে পাড়ি দিল বিদিশার
ডাকি আপনারে বাঁধি বাহুডোরে তবে কী
আড়ালেই থেকে যাবে সে সুখ পাখি?
প্রশ্ন আজ! প্রশ্নইতো….
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১