[ এটি কোন টেকি পোষ্ট নয় ]
প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে প্রযুক্তি পন্যের আকার দিন দিন ছোট হচ্ছে এবং কাজের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ছিলো একটি কম্পিউটারের আকার ছিলো অনেক বড়। ধীরে ধীরে তা কমতা থাকে সিআরটি মনিটর থেকে এলসিডি, এলসিডি থেকে এলএইডি মনিটর এসেছে। আকারে ছোট এবং ওজনে হাল্কা হয়েছে। ল্যাপটপের জায়গায় এখন ছোট আকারের নেটবুক সবার প্রিয়। বর্তমানে আরো ছোট কিন্ত কাজে অসাধারন প্রযুক্তিপন্য হলো ট্যাবলেট। সাধারন কাজের জন্য প্রয়োজনীয় ডিসপ্লে, ওজনে হাল্কা, দীর্ঘ সময়ে সাপোর্ট দেবার ক্ষমতাসম্পন্ন ব্যটারী, কীবোর্ড-মাউসের ঝামেলাবিহীন ফুল টাচ স্ক্রীন। চলতি পথে বা যে কোন জায়গায় নেট ব্রাউজিং, গান শোনা, মুভি দেখা বা গেম খেলার জন্য অসাধারন জিনিস এই ট্যাবলেট।
ট্যাবলেটের সবচেয়ে প্রয়োজনীয় দিক হলো ওয়েব ব্রাউজিং। মানুষ ওয়েব ব্রাউজের ক্ষেত্রে অনেকাংশেই ট্যাবলেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সাধারন কম্পিউটারের ডিসপ্লে এবং ওয়েব ব্রাউজারের থেকে ট্যাবলেট সামান্য আলাদা। ফলে কম্পিউটারের জন্য তৈরী ওয়েবসাইট ট্যাবলেট উপযোগী সব সময়েই হয়ে ওঠে না। ট্যাবলেট উপযোগী ওয়েব সাইট তৈরী করতে নীচের বিষয় গুলো লক্ষ্য রাখা জরুরী।
মাউস নয় টাচ স্ক্রীন:
কম্পিউটারের কাজ গুলো মাউসের মাধ্যমে করা হয় বলে বাটন বা লিংক ছোট আকারের হলেও সমস্যা হয় না। কিন্ত ট্যাবলেটে তা সম্ভব নয়। কাজেই লিংক বা বাটন গুলো আংগুলের ছোয়ায় কার্যকরী করা যাবে এমন আকারের এবং একটি থেকে আরেকটির সুষম দুরত্ব থাকতে হবে।
ফ্লাশ নয় জেকোয়েরী
অনেক ট্যাবলেট এমনকি আইপ্যাড ফ্লাশ সাপোর্ট করে না, বা সাপোর্ট করাতে আলাদা টুলস এর সাহায্য নিত হয়। কাজেই ট্যাবলেট উপযোগী ওয়েব সাইট তৈরীর সময় ফ্লাশ ব্যবহার না করে এইচটিএমল ৫, সিএসএস এবং জাভাস্ক্রীপ্টের সমন্বয়ে এনিমেশন তৈরী করা বুদ্ধিমানের কাজ। এমনিতেও ফ্লাশ সাইট লোড হতে সময় নেয়, কাজেই সম্ভব হলে ফ্লাশ বাদ দেয়াই ভালো।
সহজ ব্যবহারযোগ্য ফরম
ইনপুটের জন্য ফরম ব্যবহারের প্রয়োজন পড়লে আকর্ষনীয় এবং সহজব্যবহার যোগ্য ফরম বানানোই ভালো।
ড্রপডাউন মেনু বাদ দিন
সম্ভব হলে ড্রপডাউন মেনু বাদ দিন। ছোট ডিসপ্ল্রের কারনে ট্যাবলেটে ড্রপডাউন ব্যবহার মোটেও আরামদায়ক নয়, কাজেই ড্রপডউনের পরিবর্তে সাব-পেজ ব্যবহার করা যেতে পারে।
একাধিক ভিউ
ট্যাবলেট ব্যবহারকারী ওয়েব ব্রাউজিং এ একাধিক ভিউ সুবিধা পেয়ে থাকে। যেমন ল্যান্ডস্কেপ এবং পোট্রেট। ওয়েব সাইট ডিজাইনের সময় ভিউ মোড এর কথা মাথায় রেখেই ডিজাইন করতে হবে।
এখানেও প্রকাশিত Click This Link