নির্বাচিত পোস্ট সেকশনে একটা পোস্টে চোখ আটকে গেল। কমেন্ট করতে গিয়ে দেখি কমেন্ট অনেক বড় হয়ে গেল। পরে এটাকে নিয়ে নিজেই একটা পোস্ট লিখে ফেললাম। আগে -
যদি কখনো হঠাৎ করে আপনার কানের কাছে এসে মৃদুস্বরে বলি,আসুন, আজ আমরা একজন চোরকে স্যালুট করি, করবেন কি?
পড়ে নিলে পাঠকের জন্য এই পোস্ট বুঝতে সুবধিা হবে।
এবার মন্তব্য---
এই চোর তো দেখি বাংলা সিনেমার নায়ক। সিনেমায় দেখেছি নায়ক যত দূর্ধর্ষ গুন্ডা,বদমাইশ,মাস্তান,খুনী ই হোক না কেন, সে চুরি করে গরীবের জন্য, লুট করে বস্তিবাসীদের জন্য,বড়লোকের টাকা ছিনতাই করে বস্তির মেয়ের বিয়ের খরচ দেয়ার জন্য। চোরাচালান করে ক্যান্সার আক্রান্ত কোন গরীব শিশুর চিকিতসার জন্য।
আসল কথায় আসি। আমি যদি আপনার মোবাইল চুরি করে, সেটা বিক্রি করে, সেই টাকা দিয়ে আজকে কয়টা এতিম ছেলেকে দুপুরে পেট ভরে ভাত খাওয়াই এবং আপনার সামনে গিয়ে ঘটনাটা বলি, আপনি কি আমাকে স্যালুট করবেন? ভেবে বলুন.....
অনেক ব্লগারের মন্তব্য দেখলাম, তারা লেখকের সাথে সহমত। তাদের জন্য বলছি-
চোর সে যা ই করুক সে তো চোরই। ভালো কাজ করতে হলে হালাল উপার্জন করে করুন। ১০০ বার স্যালূট করব। কিন্তু কোন চোরকে করব না, সে নায়ক চোরই হোক আর আবুল্যাই হোক। স্যালুট করে আমি কোন চোরকে প্রশ্রয় দিতে চাই না। আপনি কি দিবেন?
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭