এ বছর মার্চ এ গিয়েছিলাম সিডনী (অস্ট্রেলিয়া) তে। অনেক দিন থেকেই একটা পোস্ট দেবার চিন্তা করছি কিন্তু গুছিয়ে উঠতে পারছিলামনা। যাই হোক শেষ পর্যন্ত একটা কিছু লিখেই ফেললাম। পারিজাদকে নিয়ে এই প্রথম এতো লম্বা সফরে যাবো তাই অনেক চিন্তায় ছিলাম। তবে আল্লাহ্ তাআলার অশেষ রহমতে যাবার এবং আসবার পুরো সময় কোন ঝামেলা ছাড়াই পার করতে পেরেছি।
যাত্রা শুরুর তারিখ ছিলো মার্চ এর ১০ তারিখ রাত ১২ টায়। আমরা যথা সময়ে এয়ারপোর্ট এ পৌঁছে গেলাম। ওখানে গিয়ে ইমিগ্রেশন পার হতে বেশিক্ষণ লাগেনি। এর পড়ে এমেক্স লাউঞ্জ এ বসে খানাপিনা করে সময় পার। আর আমাদের কন্যা তো যেখানে যায় সেখানেই কার্টুন চলতে থাকে...এখানেও চলছে
যথা সময়ে আমরা বিমানে উঠলাম। আমার কন্যা বিমান দেখে খুব খুশি। উঠেই সে বসে পড়ে সিট বেল্ট লাগিয়ে ফেললো। যথা সময়ে যাত্রা শুরু হল। আনুমানিক ভোঁর রাত ৪ টায় আমরা সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ পৌঁছে গেলাম। সিঙ্গাপুরে আমাদের ট্রান্সিট ছিল প্রায় ৩ ঘণ্টা। চাঙ্গি এয়ারপোর্ট বিশাল বড় একটা এয়ারপোর্ট। পুরোটা ঘুরে দেখতেও মনে হয় পুরো একদিন লাগবে। এতো সুন্দর করে সাজানো, দেখলেই ভালো লাগে। এয়ারপোর্ট এ বাচ্চাদের জন্য ট্রলির মত স্ট্রলার এর ব্যবস্থা আছে। পুরোটা এয়ারপোর্ট জুড়েই রয়েছে বাগান, নানান ধরনের ফুলের সমারোহ।
এয়ারপোর্ট এর একটা সাইডে প্রজাপতি নিয়ে একটা পার্ক আছে। এখানে আছে নানান রঙের নানান জাতের প্রজাপতি। প্রজাপতি উড়ে বেরাচ্ছে এদিক সেদিক। তাদের বসার জন্য রয়েছে অনেক গাছ, ফল ও ফুলের সমারোহ।
আজকে আপাতত এ পর্যন্তই। বাকি কাহিনী পরের পর্বে। (চলবে)
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯