সময় আর বাস্তবতার খেলায় অনেকেই তার প্রিয় সখের কাজগুলোকে মাটিচাপা দেয়
কেউ হয়তো গায়ক হওয়ার স্বপ্ন দেখতো, কেউ ফটোগ্রাফার, কেউবা চিত্রশিল্পী, কেউ কবি ইত্যাদি ইত্যাদি।
আমার বাবা যাত্রাপালায় অভিনয় করতো। কিন্তু সংসারের মায়াচলে পরে পুরোদস্তোর কৃষিকাজে মনোনিবেশ করেছিলেন।
আমার ইচ্ছা ছিলো উদাসীন পথিক হয়ে দেশান্তর হতে।
কই আর পারলাম!!
আজ কর্মজীবন আর সংসার চালানোর চিন্তায়ই দিন কেটে যায়!!!
সখের গীটার আর বাজানো হয়না।
হয়না কোন দূর অন্তে খোলা আকাশের নীচে বসে গলা খুলে গান গাওয়া!!!
শর্টফিল্ম আর স্ক্রিপ্ট লিখার উপর ঝোঁক ছিলো। তাও আর হয়ে উঠেনা।
সময় আর বাস্তবার খেলা বৈকি।
যে ছবিটি দেখছেন তা এক রমণীর সখের বিষয়!!
খুব লেগেছে মনে।
আর্টিস্ট হওয়া চাট্টিখানি কথা নয়।
প্রিয় মেজো ভাই এই আর্টের দুনিয়ায় ঘুরতে গিয়ে পড়াশোনা ছেড়ে আজ মূর্খের তালিকায় নাম দিয়েছে।
সুমাইয়ার হাতে আঁকা চিত্রটি আসলেই আমাকে ভাবিয়েছে।
চলতে থাকুক তোমার প্রিয় এ কাজ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৫