"গাঙপাড়" এর মানুষ বইলা কত কথা শুনছি।
পাশেই "বেদেবাড়ি" ছিলো বলে মানুষ আমাদের "বাইদ্যা" বইলা খোঁটা দিছে।
"গাঙপাইড়া", "বাইদ্যা" বইলা অনেক কথাই শুনছি।
গাঙের বয়ে চলা নীরব স্রোতের ন্যায় সহেই আজ এ পর্যন্ত এসেছি।
জীবনদর্শন খুবই রূঢ় ছিলো আমার।
বিশাল সাঁকো পেরিয়ে যখন স্কুলে যেতাম তখন অজান্তেই বিধাতাকে গালি দিতাম।
"পটভূমি" টা এমন করেই রচিত হবে।
উপন্যাসের জন্য প্লাটফরম টা এমনই হবে।
নিজ জীবনের কিছু কথা নিয়েই উপন্যাসটি লিখবো।
শত রঙের এ জীবন আমাকে অনেক কিছুই শিখিয়েছে।
#পারঙ
#সাঁকো
#গাঙ_পাড়ের_জীবন
#সংগ্রাম_বেঁচে_থাকার
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১০