শোকের মাস চলছে।
চারিদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসক ভাষণগুলো বাজছে।
কি ভোর, কি সকাল, কি বিকেল, কি সন্ধ্যা বা রাত! বেজেই চলছে।
শুনতে শুনতে ছোট ছোট বাচ্চাগুলোও ভাষণগুলো মুখস্থ করে ফেলেছে!
আগামীকাল ১৫ ই আগস্ট। জাতীয় শোক দিবস।
সারাদিন ঘটা করে দিনটি পালন করা হবে।
হবে ভোজ, বিরিয়ানি ভোজ, যতসব ভোজ।
আমার প্রশ্নটা এই জায়গাতেই। আজকালকের নেতা-কর্মীরা এতই হর্নি হয়েছে যে তারা সুবিধা লুটের জন্য বঙ্গবন্ধুর নাম জপতে জপতে মুখে ফেঁনা তুলে ফেলে। এই একটু উচ্ছিষ্টের ভাগ পায় যদি!
বিশ্বাস করুন আর না করুন, ম্যাক্সিমাম ই হাইব্রিড প্রজাতির।
সরকারী সকল সুবিধাগুলো ওরা নিয়ে সাধারণ মানুষের হক মেরে খেয়ে সরকারকে বিব্রত করছে বারংবার!!
হে বঙ্গবন্ধু, তুমি নেই
কিন্তু তোমার নাম নিয়ে দুর্নীতি করছে অনেকে!
তোমার কোর্ট পড়ে সকল অন্যায় করে যাচ্ছে!
তাহারা দেশটাকেই এভাবে বিকিয়ে দিবে আপনার নাম জপে জপে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭