রাস্তাঘাটে আজ অনেক লোকদের ই দেখি একটি নির্দিষ্ট কোট পরে ঘুরে বেড়াচ্ছেন।
যে ই তাদের দেখে তাহারাই অংক কষে ফেলে এই ভেবে যে উনি তমুক দলের লোক।
আমরা দেখেছি কিভাবে একজন ৪র্থ শ্রেণীর কর্মকর্তা ২৪ বছরের ব্যবধানে ১৫ হাজার কোটি টাকার মালিক হয়।আমার মনে হয়না সরকারী অনুদানকৃত টাকা সিকেভাগও জনকল্যাণে ব্যয় হয়েছে।
ঐ কথিত আবজাল বাহিনীর পকেটেই গেছে সব।
একজন ছোট আমলার এই অবস্থা হলে উর্ধ্বে যারা আছে তারা যে কি করেছে আল্লাহ ই জানে।
এদেশে নির্বাচনের সময় লক্ষ টাকার মালিক দেখালেও ৫ বছর পর তাহার সম্পদের দাম দাঁড়ায় সহস্র কোটি টাকা।
বাজেটের শতকরা ২০ ভাগও যথাযথ ভাবে ব্যবহৃত হয় কিনা সন্দেহ আছে।
দুর্নীতি আরকি✌✌
আমার প্রেক্ষাপট হলো একটি পোশাক নিয়ে।
প্রতিদিন দেশটিতে একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীদের দ্বারা শত কোটি অন্যায় হয়ে যাচ্ছে।
কি এমন নেই যে তারা করছেনা??
টেন্ডারবাজি, খুন, গুম, ধর্ষণ, মাদকের ব্যবসা ; অপরাধের জগতের সবকিছুতেই তাদের সম্পৃক্ততা।
কিন্তু তাদের বাঁচিয়ে দিচ্ছে একটি পোশাক।
যেই লোকটিই একটু আগে একজনকে খুন করে আসলো সেই লোকটি ই একটি "কোট" পরিধান করার কারণে বেঁচে যাচ্ছে।
একজন মহান মানুষের পোশাক কে আওড়িয়ে ধরাকে সরা বানিয়ে তুলেছে একশ্রেণির সুবিধাভোগী সম্প্রদায়।
পরের পর্বে একটি গল্প বলবো। বুঝতে পারবেন সব ই।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭