কোন কালেই ভাল ছাত্র ছিলাম না!
কোনমতে পাশ করতাম আর কি!
ঐ যে লোকে বলে না, এভারেজ স্টুডেন্ট!!
যদি ভাল ছাত্রই হতাম তাহলে আরকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তাম! আমাদের সমাজের এই ট্রেন্ডের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল ছাত্র-ছাত্রী ই মোটামুটি অভিজ্ঞতালব্ধ!
ঐ তো সেদিন আমার এক বন্ধু "বুয়েট/চুয়েট/ঢাবি" এর উদাহরণ দিয়ে যাচ্ছেতাই বলে দিল! এক কথায় সোডা দিয়ে ধুয়ে দিলো!
যেই রেজাল্ট আমার তা দিয়ে চাকরি পাওয়াই দুস্কর!
অগোছালো কিছু কথা লিখলাম আরকি!
হ্যা, বন্ধুরা, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবেই একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছি!
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাই প্রাইভেট প্রতিষ্ঠানেই জব!!
সরকারী চাকরি দিল্লী বহুদূরের মত আমার কাছে!!!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩