সেই বেসরকারি টিভি চ্যানেলে টকশোর উপস্থাপক ছিলেন রুবাইয়াৎ ফেরদৌস!
অনুষ্ঠানে সুলতানা কামাল ছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সংসদ সদস্য অপু উকিল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও হেফাজত প্রতিনিধি মুফতি সাখাওয়াত হোসেন!
টকশোর আলোচনা প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, " সেখানে প্রশ্ন উঠেছিলো, 'সুপ্রিম কোর্ট এলাকায় একটি ভাস্কর্য থাকলে আপত্তি কিসের?
হেফাজতের সাখাওয়াত বলেছিলেন, ' এটা ভাস্কর্য না, মূর্তি। এটা ধর্মীয় স্থাপনা!
কোর্ট এলাকায় কি ধর্মীয় স্থাপনা থাকবে?' এটি ছিলো তার কথা!
তখন তার জবাবে সুলতানা কামাল বলেন " আচ্ছা মানলাম ধরে নিলাম এটা ধর্মীয় স্থাপনা। আমিও মনে করি কোর্ট এলাকায় কোন ধর্মীয় স্থাপনা থাকা উচিৎ না! কিন্তু মসজিদও কিন্তু একটি ধর্মীয় স্থাপনা, তাহলে আপনার কথা অনুযায়ী কি মসজিদ ও থাকা উচিৎ না?
প্রশ্ন ছুড়ে দিলেন সুলতানা কামাল!
সামান্য কথার পিঠে কথা ..
ছাগুরা বিরামহীন প্রচার করছে - সুলতানা কামাল বলেছেন "দেশে মুর্তি না না থাকলে মসজিদও থাকতে পারবে না"
ছাগু সমর্থকরা শিয়ালের মত সমস্বরে হুক্কা .. হুয়া! ইসলাম গেল .. মসজিদ গেল ...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৪০