আর কতকাল তোমরা- ক্রীতদাস থাকিবে,
গোলামী করিবে উচু ভবনের।
আর কত দিবে মাটি চাপাঁ,
নিজ হাতে গড়া স্বপনের।
সময় তো অনেক হলো,
বেলাও বহে গেছে অনেক।
উঠো, আর কত রক্ত-ঘাম ঝড়াবে,
করিবে আর কত ত্যাগ?
মেরুদন্ড বিহীন, থাকিবে কতদিন,
এবার হাতুড়ি, কাস্তে ফেলে সোজা দাড়াও।
আড়মোড়া ভেঙ্গে, বড় নিঃশ্বাস নিয়ে,
শরীরটা এদিকে সেদিক একটু নাড়াও।
তোমাদের ঘাড়ে পাড়া দিয়ে,
অধিকার খর্ব করিলো তোমারি।
আর সেই তুমি- বানাও অতি যতনে, স্বযতনে,
তাহাদের লাগি বাড়ি-গাড়ি।
তোমাদের চেতন, অচেতন, বাসনা-কামনা,
ওদের পায়ে পিষে, দিয়াছো মিশায়।
হে আমাদের ক্রীতদাস পিতা,
তোমাদের ভুলে, তোমাদের শিশুরা,
ওদের পায়ে পিশে যেনো না কাতরায়।
এখনো সময় আছে, উঠো,
কেড়ে নাও নিজ অধিকার।
ওদের এবার দেখাও, তোমরা পারো,
আলো জ্বলিতে, দুর করিয়া অন্যায় আধার।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৫