আর কতকাল তোমরা- ক্রীতদাস থাকিবে
আর কতকাল তোমরা- ক্রীতদাস থাকিবে,
গোলামী করিবে উচু ভবনের।
আর কত দিবে মাটি চাপাঁ,
নিজ হাতে গড়া স্বপনের।
সময় তো অনেক হলো,
বেলাও বহে গেছে অনেক।
উঠো, আর কত রক্ত-ঘাম ঝড়াবে,
করিবে আর কত ত্যাগ?
মেরুদন্ড বিহীন, থাকিবে কতদিন,
এবার হাতুড়ি, কাস্তে ফেলে সোজা দাড়াও।
আড়মোড়া ভেঙ্গে, বড় নিঃশ্বাস নিয়ে,
শরীরটা এদিকে সেদিক একটু নাড়াও।
তোমাদের ঘাড়ে পাড়া দিয়ে,
অধিকার খর্ব করিলো তোমারি।
আর... বাকিটুকু পড়ুন