প্রিয় প্রাঙ্গণ, আজ চেনা-অচেনা,
শত শত মানুষের আনাগোনা।
ভালো মন্দ কানাকানি,
চারিদিকে শুধু যাচ্ছে শোনা
প্রিয় প্রাঙ্গনের এক কোণে,
একাকি একটি খাটলির উপরে,
জায়গা হয়নি বিদায়ের শেষ বেলাতেও,
নিজ হাতে গড়া প্রিয় নীড়ে।
উপরে আকাশ, নিচে আমি,
মাঝখান ব্যবধান শুধু একটি নোংরা চাদর।
প্রিয় মুখগুলো ব্যবধান আরো বেশি, কেমন পর পর।
কুরআন তিলওয়াত ছাপিয়ে, গরম পানির তোরজোড়,
বেশিক্ষণ যাবে না রাখা,
দিতে হবে তারাতারি করে কবর।
পরেরটা মারলাম, অধিকার কারলাম।
তাহলে কি? সবই আজ আমার বৃথা।
বেশি তো নয় শুধু সাড়ে তিনহাত মাটি,
আমার জন্য নাকি রাখা?
কি হলো লাভ? সাজিয়ে, গুছিয়ে এই সংসার।
শেষ বিচারে কেউতো আমার সাথী হবে না।
কি করে দিবো, হিসাব তার।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৩