কি এক আজব দেশে-
করছি সবাই বসবাস।
এখানে গুজব বলে, সবই চলে-
বাতাসে গন্ধ ভাসে, পঁচা লাশ।
প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে-
মাটি চাপা পরছে অধিকার।
প্রিয় দেশটা আজ আজব হয়েছে-
জোর যার, মুল্লুক তার।
অনাহার-দের ভাষা আজ, কেউ বোঝে না-
রাখেনা অসহায়-দের খবর।
স্বার্থের টান এমনিই হয়েছে-
আপন হয়ে যায় পর।
আজব দেশে গুজব বেশি-
সত্য-ন্যায় আজ সবচেয়ে দোষী।
ফাঁসির কাঠ-গোড়ায়, গলায় রশি-
যে যেভাবে পারছে টানছে কষি।
রক্ত দিয়ে স্বাধীন করে-
কি এক আজব ভূমি দিলে।
এখানে সব ভূমি দূস্যরা-
স্বাধীন ভূমি খাচ্ছে গিলে।
আজব দেশ-গুজব বেশে-
নিত্য-নতুন খবর ছড়ায়।
স্বপ্নটাকে মাটি চাপা দিয়ে-
যাচ্ছি করে বাচাঁর লড়াই।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫