কতবার কতজন দিয়েছিলো কথা, দ্ব্যর্থহীন
জীবনের ব্যস্ততার ভীড়ে সবই নিলো কেড়ে
বুঝলাম-অর্থ ছাড়া ভালবাসা অর্থহীন।
কৈশরে হৃদয় নতুন চরে এসেছিলো যারা
হারিয়েছি সব-এখন স্মৃতির আকাশ তারা।
জীবনের কিছু কষ্টরা পড়ে আছে শব্দহীন
আসলে-অর্থ ছাড়া ভালবাসা অর্থহীন।
যৌবনে এক, দুই অত:পর তিন ললনারা
পরিয়েছে মূকুট দিয়েছে আনন্দধারা।
একদিন ফুরিয়েছে সব করেছে তীরহারা।
অন্ধকারের স্রোতের মত আছে নৈরাশ্য অন্তহীন।
আসলে-অর্থ ছাড়া ভালবাসা অর্থহীন।
---০০০---