শ্রাবন্তী, তোমাকে এখন আর মনে পড়ে না।
অনেক দিন রাতের আকাশ দেখিনাতো !
কখন যেন কৃষ্ণচূড়ার নিচে প্রতীক্ষার দিনগুলি
হারিয়ে গেছে হেলায় হেলায়
শিশিরের শব্দহীন পতনের মতো।
জানি কিছু আলো নিভে যায় অকাতরে
আর তুমিতো বরাবরি মনভোলা।
হয়তো উদাস মনটাকে হারিয়ে ফেলেছো
কোনো অজানা উৎসবে; ভালোবাসায়।