গল্প ও গল্পবিষয়ক বই
বিশ্বগল্পের বহুমাত্রিক পাঠ
লেখক : মোজাফফর হোসেন
সারকথা : ছোটগল্পের নির্মাণশৈলী এবং বিষয়বস্তু গল্প ধরে ধরে আলোচনা করা হয়েছে। বাংলাসাহিত্যসহ বিশ্বসাহিত্যের চৌদ্দটি গল্প এই সংকলনে আছে। অন্যভাষার গল্পগুলো আলোচক নিজেই অনুবাদ করেছেন। গল্পগুলো যেমন বিভিন্ন দেশের তেমনি বিভিন্ন কালের। আধুনিক গল্পের জনক এডগার অ্যালান পো থেকে শুরু করে একালের মুরাকামি পর্যন্ত এই সংকলনে আছেন। কাজেই এই স্বল্পপরিসরে খুব সংক্ষিপ্ত আকারে হলেও বিশ্বগল্পের আপাত একটি ধারণাও পাওয়া যাবে। এখানে আলোচিত সকল লিটারারি থিওরি ও টার্মসের ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
অনুপ্রাণন প্রকাশনী
পৃষ্ঠা : ১২৮
বইমেলার মূল্য : ২১০/=
স্টল নং: ৩৯৯
প্রবন্ধগ্রন্থ
আলোচনা সমালোচনা
প্রসঙ্গ: কথাসাহিত্য
সারকথা: এই গ্রন্থে সংকলিত হয়েছে ১৪টি কথাসাহিত্যবিষয়ক গদ্য। আলোচনায় এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তলস্তয়, কাফকা, মারজরি কিনান রোলিং, হাসান আজিজুল হক, দিলারা হাশেম, মাহমুদুল হক, আবদুশ শাকুর, জ্যোতিপ্রকাশ দত্ত, জাকির তালুকদার, মিলান কুন্ডেরা, হামীম কামরুল হক প্রমুখ লেখক। আছে ‘সাহিত্যের কাজ-অকাজ’ নিয়ে দীর্ঘ গদ্য।
অনুপ্রাণন প্রকাশনী
পৃষ্ঠা : ১২৮
বইমেলার মূল্য : ১৭০/=
স্টল নং: ৩৯৯ ও লিটলম্যাগ প্রাঙ্গণ
গল্পসংকল
আদিম বুদবুদ অথবা কাঁচামাটির বিগ্রহ
সারকথা: ২০১৩ সালে প্রকাশিত। ২০টি গল্প আছে এই সংকলনে। বইটির ফ্লাপে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক লিখেছেন, ‘একেবারেই নতুন ধাঁচের গল্প।’ আলোচনায় কথাসাহিত্যিক সালেহা চৌধুরী লিখেছেন, ‘এখানে ভাষা ভালো, ম্যাজিক রিয়ালিজমের ছাপ, পরাবাস্তবতা এসবও আছে। আবার আছে সব কিছু না-বলার ঘেরাটোপ।’ পাঠপ্রতিক্রিয়ায় কথাসাহিত্যিক জাহানারা নওশিন জানান, ‘সাংঘাতিক! বোধকে গল্পে ট্রান্সফর্ম করার এমন গল্প আমি বহুদিন পড়িনি।’
বইটির ‘পুনরুত্থান’ শীর্ষক গল্পটি জিতে নেয় অরণি ছোটগল্প পুরস্কার। বইয়ের আরো একটি গল্প জিতে নেয় ‘বৈশাখী তোমার গল্পে সবার ঈদ’ পুরস্কার। পরে গল্পটিকে নাটকে রূপান্তর করেন বদরুল আনাম সৌদ; অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মোস্তফা, বন্যা মির্জা ও সামস সুমন। এছাড়াও এই গ্রন্থের কয়েকটি গল্প বিভিন্ন সংকলনে স্থান করে নিয়েছে।
রাত্রি প্রকাশনী
মূল্য : ১৩০/=
স্টল নং: ১০
প্রচ্ছদ : চারু পিন্টু