মনের গহীন থেকে ভেসে আসছে আর্তনাদ,
হয়ে গিয়েছি আমি তোমারি প্রেমে উন্মাদ।
দিক বেদিক হারিয়ে আজ আমি পথভ্রষ্ট,
আমার কিছুই নেই আজ আর অবশিষ্ট।
হিমালয়ের বরফে ঢাকা মরু প্রান্তরের মত,
আমার ভালবাসা ছিলো শ্বেত শুভ্র পবিত্র।
তোমাকে মনে করিছিলাম রবি ঠাকুরের সেই হৈমন্তী,
যাকে ভেবে রেখেছিলাম করব আমারি মনের রাণী।
পূর্ণতা তো পায় নি আমার কোন আশা,
এক বিভীষিকায় জ্বলে পুড়ে আজ আমি দিশেহারা।
শত আশা পাশে বদ্ধ করে মত্ত ছিলাম তোমার প্রতি,
সব কিছু হারিয়ে আজ আমার এই করুণ পরিণতি।