ইনি হলেন সালাঊদ্দীন শোয়েব চৌধুরী।তিনি ২০০৩ সালে ২৯ নভেম্বর ইসরাইল যাওয়ার পথে জিয়া বিমান বন্দরে ইসরাইলী পাসপোর্ট সহ আটক হন।উল্লেখ্য, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কোন নাগরিক ঈসরাইল ভ্রমন করতে পারেন না।সেই সময় ইসরাইলী গোয়েন্দা সংস্থার পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
আটকের পূর্বে ইনি দৈনিক ইনকিলাবের একজন নিয়মিত কলামিস্ট ছিলেন। বলাই বাহুল্য ইনি তৎকালীন সময়ে ইস্লামী-জাতীয়তাবাদের একনিষ্ঠ সেবক ছিলেন(ইনকিলাবের মত বর্ণচোরা আরকি)!!!!
দেখুন তৎকালীন জেরুজালেম পোস্টে কি গুরুত্বের সাথেই না তার আটকের খবর আসে !!
আরও একটি ইসরাইলী সংবাদপত্রের খবর দেখুন!!!
উনি কত গুরুত্বপূর্ণ ব্যাক্তি দেখুন...২০০৭ সালের ১৫ ই ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের হাউস রেজলিউশান ওনার পক্ষে ইঊনাইটেড স্টেটস হাঊস কমিটি অন ফরেইন অ্যাফেয়ার্স বিনা প্রতিদ্বন্দিতায় একটা বিল পাশ করেছিল যেখানে বাংলাদেশ সরকারকে তার বিরুদ্বে আনিত সকল অভিযোগ প্রত্যাহার করতে বলা হয়েছিল।সবচেয়ে বড় কথা হলো
এসব অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদন্ড হত !!!!
সম্প্রতি ওনার উপস্হিতিতে (নেত্বৃত্বেই বলা যায়) নিষিদ্ব ঘোষিত জঙ্গীবাদী ইসলামী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী-(হুজি) ইসলামী ডেমোক্রেটিক পার্টি-(আইডিপি) নামে প্রকাশ্য রাজনীতি শুরু করল।
যাই হোক উনার স্বদেশপ্রেমের নমুনা দেখতে হলে তার এই কলামটা পড়ুন।
সম্প্রতি একটা কলামে তার ব্যাপারে লেখা হয়। যেখান থেকেই আমার এই লেখার সূত্রপাত।
ওনার ইসরাইল প্রেমের স্বাক্ষর পেইজ( 30 নাম্বার নামটা দেখুন!)।
ওনার সম্পর্কে বিস্তারিত জানুন উইকিপিডিয়ায় ।