ইচ্ছা করে জল জোছনায়
ডুব সাঁতারে স্নান করি।
সযতনে ঝেড়ে ফেলি বেদনার বিষাদ মলিন বেশ।
রন্ধ্রে, গন্ধে প্রতিটা অঙ্গ জুড়ে মাখি
স্বপ্নসুখের মাদকতা।
উদ্ভ্রান্ততাকে বন্দি করে হাতের মুঠোয় নিয়ে
এক ফুঁয়ে বাতাসে উড়াই দীর্ঘশ্বাসের স্মৃতি।
পেজা তুলোর মেঘগুলো সব নোনা বৃষ্টির স্বাদে
প্রবল উচ্ছাসে জোয়ার তুলুক
তোমার বুক পাজরের বাঁধে।
সঠিক করে বলতে পারো!
জোছনায় ঠিক কতটা বৃষ্টি ঝরলে -
তোমার নিষ্ফলা হৃদয়ে
বীজ ফুঁড়ে প্রাণ পাবে ভালোবাসার বুনো চারা?
ছবি সূত্র : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩