আপনার অনেক ক্ষমতা। অনেক প্রভাব।
এ প্রভাব ক্ষমতা আপনার কাছেই রাখুন।
আপনার অনেক টাকা। টাকার জোরে আপনি অনেক কিছু করতে পারেন। তিলকে তাল বা তালকে তরমুজ বানাতে পারেন।
বানাতে থাকুন।
আপনি অনেক বড় সেলিব্রেটি। সবাই আপনার একটু অনুগ্রহ পাওয়ার জন্য আপনার পেছনে ঘোরে।
ঘোরান সে সব মানুষকে।
আপনার সামাজিক অবস্থান অনেক উপরে। আপনি ইচ্ছে করলেই নিচু স্তরের মানুষগুলোর মাথার উপর ছড়ি ঘোরাতে পারেন।
ঘোরাতে থাকুন।
আপনার অনেক গুন। শিল্প সাহিত্য, রাজনীতি, প্রগতিশীল চেতনায় আপনি সমৃদ্ধ। আপনি মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারেন।
করতে থাকুন।
আপনি অনেক হ্যান্ডসাম। অনেক সুন্দর, অনেক সুন্দরী। আপনার অনেক গুনমুগ্ধ ভক্ত আছে।
মুগ্ধ করুন সে সব ভক্তকে।
.............................................
আমি আপনার গুনকে শ্রদ্ধা করি।
আপনার অবস্থানকে সম্মান করি।
আপনার সৌন্দর্য্যকে উপভোগ করি।
আপনার অধ্যাবসায়কে অনুসরণ করি।
আপনার যোগ্যতাকে মুল্যায়ন করি।
কিন্তু তারপরও আপনি আমার কাছে একজন সাধারণ মানুষ। কারন আপনার এই সব গুন ক্ষমতা সৌন্দর্য্য দিয়ে আমার কিছু যাবে আসবে না।
এবং
আপনি মানুষকে মানুষ বলে মুল্যায়ন করেন না,
অহংকারে মাটিতে পা পড়ে না,
ক্ষমতার অপব্যবহার করেন,
টাকার বাহাদুরি দেখান,
মানুষের দুর্বলতাকে জিম্মি করেন।
এ কারনে ক্ষেত্রবিশেষে আপনি আমার কাছে একজন অমানুষ।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২১