সেই যে আমার দুঃখ গুলো বড় অনাদরে রেখেছিলে,
তারপর থেকে আমি নষ্টদের খাতায় নাম লিখিয়েছি।
বুকে সর্বনাশের নেশা ছিল,
চোখে রঙ ছিল,
একটা স্বপ্নও ছিল।
কিন্তু সেই যে আমার কষ্টগুলোকে বড় অবহেলা করেছ,
তারপর থেকে আমি আর ফিরে আসিনি।
দৃষ্টিহীন অন্ধ আবেগ,
হিসেবের ফুলঝুরি,
উল্লাসিত অন্ধকার পথ,
আমাকে আর আলো দেয়নি।
এখন আর আত্মগ্লানিতে ভুগি না।
ন্যায়নীতি বোধও তুলে রেখেছি
শুভ্রতায় মুড়ে।
বেহিসেবি হিসেবের জীবনে
স্মৃতিরা এখন বড় বেশি কথা বলে!
আর মাঝে মাঝে সমস্ত চেতনা জুড়ে
এক বেওয়ারিশ আগুন জ্বলে!
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৩