ভবঘুরে
তোমার আকাশ আমার মতই মেঘলা,
অভিমান শিউলি ফুলের মতো ছড়ানো।
ভালবাসা ছেড়ে গেছে আমাদের,
তবু ছায়াটাকে বয়ে নিয়ে বেড়ানো।
বোঝা লাগে পৃথিবীর ব্যথা সব,
সময়ের খতিয়ানে করি মাপ।
হাতে হাত পরিণয়ে লাগে ভয়,
বাম দিকে চেপে ধরে অনুতাপ।
কথা বাকি, বয়ে গেছে বহুকাল,
দুটো ঠোঁট সরে আছে দূরে দূরে।
ঘর আছে, ঘর নেই তবু ঘরে,
দু'শালিক অভিশাপে ভবঘুরে।
মৃন্ময় দাস
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩